Theft At Rajinikanth's Daughter Aishwarya's House: রজনী-কন্যা ঐশ্বর্যর বাড়ি থেকে চুরি বহুমূল্য গয়না, চলছে তদন্ত

২০১৯ সালে ছোট বোন সৌন্দর্যর বিয়ের সময় যে গয়না পরেন, তা টাইনামপেটের বাড়িতে রাখেন ঐশ্বর্য। বাড়ি থেকেই ৩.৬০ লক্ষের গয়না চুরি হয়ে যায় বলে খবর। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

Rajinikanth With Daughter Aishwaryaa (Photo Credit: Instagram)

চেন্নাই, ২০ মার্চ: ঐশ্বর্য (Aishwaryaa) রজনীকান্তের (Rajinikanth) বাড়ি থেকে চুরি গেল বহুমূল্য গয়না।  চেন্নাইয়ের টাইনামপেটের বাড়ি থেকে খোয়া যায় রজনীকান্তের বড় মেয়ের বহুমূল্য গয়না।  যার বাজারদর ৩.৬০ লক্ষ বলে খবর। ২০১৯ সালে ছোট বোন সৌন্দর্যর বিয়ের সময় যে গয়না পরেন, তা টাইনামপেটের বাড়িতে রাখেন ঐশ্বর্য।  বাড়ি থেকেই ৩.৬০ লক্ষের গয়না চুরি হয়ে যায় বলে খবর।  যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বাড়ি থেকে গয়না চুরির পর থানায় অভিযোগ দায়ের করেন রজনী-কন্যা। সোনার সঙ্গে হিরের গয়নাও ছিল ঐশ্বর্যর বাড়িতে।  ফলে সোনা, হিরে মিলিয়ে যখন ৩.৬০ লক্ষের গয়না চুরি হয়ে যায়, সেই সময় পুলিশের দ্বারস্থ হন রজনী-কন্যা।

এরপরই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮১ নম্বর ধারায় দায়ের করে অভিযোগ।  সেই সঙ্গে ঘটনার পর থেকেই শুরু হয়েছে তদন্ত।