মেক আপ ছাড়া কেন ইয়ামি গৌতমকে বলিউডের সেরা সুন্দরী বলা হয়, ধরা পড়ল ক্যামেরায়

বলিউডের নায়িকা-অভিনেত্রীদের নিয়ে একটা বিষয় নিয়ে আম জনতার একটা বড় অংশের মধ্যে নাক উঁচুভাব আছে। সেটা হল, বলিউডের নায়িকা-অভিনেত্রীদের সুন্দর দেখায় শুধু তাদের মেকআপের জন্য।

ইয়ামি গৌতমের নো মেকআপ লুক। (Photo Credits:Yogen Shah)

বলিউডের নায়িকা-অভিনেত্রীদের নিয়ে একটা বিষয় নিয়ে আম জনতার একটা বড় অংশের মধ্যে নাক উঁচুভাব আছে। সেটা হল, বলিউডের নায়িকা-অভিনেত্রীদের সুন্দর দেখায় শুধু তাদের মেকআপের জন্য। কথাটা পুরোটা সত্য়ি না হলেও, বলিউডের কিছু নায়িকা-অভিনেত্রীদের নো মেক আপ লুক দেখলে কিছুটা সত্যি বলতে হয় বৈকি। তবে বলিউডের এমনও বেশ কয়েকজন আছেন যাদের মেকআপ ছাড়াও পর্দার মতই সুন্দর লাগে। তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) , সানি লিওন (Sunny Leone)-দের কথা আসে।

তবে নো মেক আপ লুকেও দারুণ সুন্দর লাগে এমন বিষয়ে হালের নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি আসে ইয়ামি গৌতম (Yami Gautam) র কথা। ছোট পর্দা থেকে বলিউডে এসে জনপ্রিয়তা পাওয়া ইয়ামি আজ ধরা নো মেক আপ লুকে ধরা পড়লেন আমাদের ক্য়ামেরায়। দেখুন ইয়ামি-র তেমন কিছু ছবি--

ইয়ামি গৌতম। (Photo Credits: Yogen Shah)

২০১২ সালে 'ভিকি ডোনার' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। তার আগে তামিল, পঞ্জাবীর মত সিনেমায় অভিনয় করেছিলেন। ইয়ামির প্রথম বড় হিট-হৃতিক রোশনের বিপরীতে 'কাবিল'।

ইয়ামি গৌতম (Photo Credits: Yogen Shah)
ইয়ামি গৌতম। (Photo Credits: Yogen Shah)
ইয়ামি গৌতম। (Photo Credits: Yogen Shah)


@endif