Neha Sharma: মেয়ে নেহাকে লোকসভায় প্রার্থী করতে চান বিধায়ক বাবা, অভিনয় ছেড়ে তবে কি রাজনীতিতে অভিনেত্রী?

বিহারের ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজিত শর্মা তাঁর মেয়ে নেহাকে ভাগলপুর লোকসভা আসনে কংগ্রেসের টিকিটে দাঁড় করাতে চান বলে জানালেন এক সাক্ষাৎকারে।

Neha Sharma (Photo Credits: Instagram)

মুম্বই, ২৪ মার্চঃ ভোটের মুখে ভুরিভুরি তারকাদের বড় পর্দা থেকে রাজনীতির ময়দানে নামতে দেখা যায়। ভোটের লড়াইয়ে কেউ জিতে টিকে থাকেন। তো আবার কেউ হেরে গিয়ে রাজনীতির ময়দান থেকে পাততাড়ি গুটিয়ে গ্ল্যামরের জগতে ফিরে যান। এই চেনা চিত্র দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড, টলিউড সব জায়গাতেই। বলি পাড়া থেকে বহু তারকা সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন। জানা যাচ্ছে, এবার বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে পদার্পণ করতে চলেছেন অভিনেত্রী নেহা শর্মা (Neha Sharma)। শুরু তাই নয়, লোকসভার টিকিটে (Lok Sabha Elections 2024) তাঁর লড়াইয়ের জল্পনাও তৈরি হয়েছে। বিহারের (Bihar) ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজিত শর্মা তাঁর মেয়ে নেহাকে ভাগলপুর লোকসভা আসনে কংগ্রেসের টিকিটে দাঁড় করাতে চান বলে জানালেন এক সাক্ষাৎকারে।

চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। অথচ বিহারে মহাগঠবন্ধনের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। আসন রফা নিয়ে আলোচনা চলছে। তবে ভাগলপুর লোকসভা আসনটি কংগ্রেসের (Congress) পাওয়া উচিত বলে মনে করছেন বিধায়ক। এই কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে মনে করেন অজিত। সমঝোতায় ওই আসন যদি কংগ্রেসের হাতে আসে তাহলে প্রার্থী কে হবে তা অবশ্যই দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। তবে দল যদি তাঁর থেকে মতামত জানতে চায় তাহলে তিনি নির্দ্বিধায় মেয়ে নেহা শর্মার নাম নেবেন ভাগলপুরের প্রার্থী করার জন্যে।

তবে কি লোকসভা ভোটে আরও এক তারকা প্রার্থীর চমক দেখতে চলেছে দেশবাসী! জল্পনা মাথাচাড়া দিতেই তাতে ইতি টানলেন অভিনেত্রী। বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এইবারে তিনি লড়তে পারবেব না। হাতে অনেকগুলি ছবির কাজ রয়েছে। দলের তাঁকে অন্তত ছয়মাস আগে থেকে এই ব্যাপারে জানানো উচিৎ ছিল। তবে দল যদি চায় পরের নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে লড়তে রাজি।



@endif