Ira Khan: এরপরও ভারতকে 'অসহিষ্ণু মনে' করেন আমির খান, জন্মদিনে মেয়ের বিকিনি ছবি নিয়ে কটাক্ষ অভিনেতাকে
ইরা খানের জন্মদিনের পার্টিতে তাঁর বিশেষ বন্ধু নূপুর শিখরেকেও দেখা যায়। সেই সঙ্গে হাজির হন ইরার একাধিক বন্ধু। যে ছবি প্রকাশ্যে আসতেই, তা ভাইরাল হয়ে যায়।
মুম্বই, ১০ মে: সবে সবে ২৫ বছরে পড়েছেন আমির-কন্যা ইরা খান (Ira Khan)। মেয়ের জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা যায় আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী (প্রাক্তন) রীনা দত্তকে। আমির খান (Aamir Khan), রীনা দত্ত এবং ছোট ভাই আজাদকে সঙ্গে নিয়ে কেক কাটেন ইরা। যেখানে বিকিনি পরে কেক কাটতে দেখা যায় আমির-কন্যাকে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বাবা, মায়ের সামনে ইরা কেন বিকিনি পরে কেক কাটছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, তালিবান যখন মেয়েদের বোরখা পরার ফতেয়া দেয়, সেই সময় বিকিনি পরে আমির-কন্যা ভারতে কেক কাটার স্বাধীনতা পান। এরপরও আমির খান ভরতকে 'অসহিষ্ণু' দেশ বলে অভিযোগ করবেন বলে কটাক্ষ করেন কেউ কেউ। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।
ইরা খানের জন্মদিনের পার্টিতে তাঁর বিশেষ বন্ধু নূপুর শিখরেকেও দেখা যায়। সেই সঙ্গে হাজির হন ইরার একাধিক বন্ধু। দেখুন সেই ছবি...
View this post on Instagram
প্রসঙ্গত দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর ইরা খানের জন্মদিনে তাঁকে দেখা যায়নি।