Video: ধুলো ঝড়, বৃষ্টির মাঝে মানারার 'ব্যালকনি ডান্স', ভালবাসা মিললেও, কটাক্ষ ছাড়ল না প্রিয়াঙ্কার চোপড়ার বোনকে, দেখুন

ব্যালকনিতে দাঁড়িয়েই খোশ মেজাজে নাচতে দেখা যায় বস বস-খ্যাত এই অভিনেত্রীকে। মানারা চোপড়া যখন ব্যালকনিতে ঝড় তোলেন এবং সেই ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।

Mannara Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ মে: সোমবার বিকেলে যখন মুম্বইতে ধুলো ঝড় এবং তার সঙ্গে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়, সেই সময় অভিনেত্রী মানারা চোপড়াকে (Mannara Chopra) দেখা যায় একেবারে অন্য মুডে। মরসুমের প্রথম বৃষ্টি যখন মুম্বই শহরকে ভিজিয়ে দিতে শুরু করে, সেই সময় কাজের ফাঁকে ব্যালকনিতে হাজির হন প্রিয়াঙ্কা  চোপড়ার (Priyanka Chopra) বোন মানারা। এরপর ব্যালকনিতে দাঁড়িয়েই খোশ মেজাজে নাচতে দেখা যায় বস বস-খ্যাত এই অভিনেত্রীকে। মানারা চোপড়া যখন ব্যালকনিতে ঝড় তোলেন এবং সেই ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।

দেখুন ভিডিয়ো...

 

View this post on Instagram

 

কেউ মানারার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, আবার কেউ অভিনেত্রীকে সাবধান করেন। মানারা চোপড়া যে জীবনের ঝুঁকি নিয়ে ব্যালকনিতে নাচছেন এবং ভিডিয়ো করছেন, তার সমালোচনা করেন অনেকে। পাশাপাশি ধুলো ঝড় এবং বৃষ্টির দৌলতে মুম্বইয়ের বেশ কিছু মানুষ যখন বিপদে, তখন মানারার এই নাচ নিয়ে কটাক্ষও করেন অনেকে।