Video: ভিড়ের মাঝে ঐশ্বর্যকে নাম ধরে ডাক একরত্তির, শুনে হাঁ আরাধ্যা, দেখুন

Aishawarya With Aradhya (Photo Credit: Instagram)

ঐশ্বর্যকে এক ঝলক দেখতে যখন ভিড় উপচে পড়ছে, সেই সময় আরাধ্যার ভিডিয়ো ভাইরাল হল। ঐশ্বর্য যখন মা এবং মেয়েকে নিয়ে হেঁটে যেতে শুরু করেন, সেই সময় রাইকে দেখে ডেকে ওঠে একরত্তি। আধো আধো গলায় ঐশ্বর্য রাই বলে চিৎকার করতে শুরু করে ওই শিশু। যা শুনে হেসে ফেলেন রাই এবং তিনি পিছনে ঘুরে তাকিয়ে হাত নাড়ান। তবে একরত্তির গলায় মায়ের নাম শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। তার মাকে যখন একরত্তি ঐশ্বর্য রাই বলে ডাকতে শুরু করে, সেই সময় কার্যত হা করে তা শুনতে শুরু করে আরাধ্যা। দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 



@endif