Vicky-Katrina: দীপাবলি পার্টি থেকে একসঙ্গে বের হলেন ক্যাটরিনা, বিকি, ভাইরাল ছবি
গাঢ় নীল রঙের কুর্তায় দেখা যায় দেখা যায় বিকি কৌশলকে। অন্যদিকে ক্যাটরিনা দেখা যায় গোলাপী রঙের শাড়িতে।
মুম্বই, ৫ নভেম্বর: চলতি বছরের ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশল। এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউন জুড়ে। শোনা যাচ্ছে, রাজস্থানেই নাকি বসবে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের বিয়ের আসর। বলিউডের এই জুটির বিয়ের গুঞ্জনের মাঝে এবার দীপাবলি (Diwali Party) পার্টিতে প্রায় একসঙ্গে দেখা গেল বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে। আরতী শেট্টির দীপাবলি পার্টি থেকে একসঙ্গে বের হতে দেখা যায় ক্যাটরিনা এবং বিকিকে (Vicky Kaushal)।
গাঢ় নীল রঙের কুর্তায় দেখা যায় দেখা যায় বিকি কৌশলকে। অন্যদিকে ক্যাটরিনা দেখা যায় গোলাপী রঙের শাড়িতে।
View this post on Instagram
বৃহস্পতিবার জুহুতে ছিল আরতী শেট্টির দীপাবলি পার্টি। সেখানেই গতরাতে হাজির হন ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল। পাপারাৎজির সামনে পড়ে মুচকি হাসতেও দেখা যায় ক্যাটকে।