Ramesh Deo Passed Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নবতীপর অভিনেতা রমেশ দেও

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নবতীপর অভিনেতা রমেশ দেও (Ramesh Deo ) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

Ramesh Deo (Photo Credit: Wikimedia Commons)

মুম্বই, ৩ ফেব্রুয়ারি:  হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নবতীপর অভিনেতা রমেশ দেও (Ramesh Deo ) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ছেলে তথা চলচ্চিত্র পরিচালক অভিনয় দেও সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য দিয়েছেন। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে রমেশ দেও একই সঙ্গে হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন।

দেখুন টুইট

একদম শুরুর দিকে ১৯৬২ সালে হিন্দি ছবি “আরতি”-তে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেন। “আনন্দ, আপ কি কসম, মেরে আপনে, ড্রিমগার্ল” এই কালজয়ী হিন্দি ছবিগুলিতে রমেশ দেও অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, ও হেমা মালিনীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। রেখে গেলেন অভিনেত্রী স্ত্রী সীমা দেও এবং দুই পুত্র অজিঙ্ক দেও ও অভিনয় দেও।



@endif