Actor Jagdeep Passes Away: প্রয়াত হলেন প্রবাদপ্রতীম অভিনেতা জগদীপ

প্রয়াত হলেন প্রবাদপ্রতীম অভিনেতা জগদীপ (Jagdeep)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার, মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি (Syed Ishtiaq Ahmed Jafr)। তবে জগদীপ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

Veteran Actor Jagdeep (Photo Credits: Instagram)

মুম্বই, ৮ জুলাই: প্রয়াত হলেন প্রবাদপ্রতীম অভিনেতা জগদীপ (Jagdeep)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার, মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর পুরো নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি (Syed Ishtiaq Ahmed Jafr)। তবে জগদীপ নামেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার রাত আটটা চল্লিশ মিনিটে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

রমেশ শিপ্পির ‘শোলে’তে তাঁর সুরমা ভোপালির (Soorma Bhopali) চরিত্র দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে। তাঁর বিখ্যাত ডায়লগ ‘মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায়’ সিনেপ্রেমীরা ভুলতে পারবেন না। এছাড়াও আন্দাজ আপনা আপনা, ব্রহ্মচারী, নাগিনের মতো ছবিতে কাজ করেছেন তিনি। প্রবীণ অভিনেতা জগদীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের সেলিব্রিটিরা। কমিক চরিত্রে তিনি ছিলেন অনবদ্য । ‘পুরানা মন্দির’-এর মত হরর ফিল্মেও অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া তাঁর অভিনীত ‘কুরবানি’, ‘শেহনশাহ’ দর্শকরা মনে রেখেছে। অন্তত ৪০০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। আরও পড়ুন: Tollywood Film Shoot: টলিউডে শুরু লকডাউন পরবর্তী শুটিং, প্রথম শট দিতে স্টুডিওতে নুসরত জাহান

১৯৮৮ সালে নিজের চরিত্র 'সুরমা ভোপালি' নামে একটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। মুখ্য চরিত্রে ছিলেন তিনি। ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রেখা বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন একাধিক বলি তারকা। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ী সহ অনেকেই ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে।