Sajid Khan Passed Away: প্রয়াত মাদার ইন্ডিয়া ও মায়া-সহ একাধিক হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা সাজিদ খান
রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সাজিদ খান। অভিনেতার মৃত্যুর খবর তাঁর ছেলে সমীর সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা।
মুম্বই: প্রয়াত হলেন (Passes Away) বলিউডের বর্ষীয়ান অভিনেতা (Veteran Actor Bollywood actor Sajid Khan) সাজিদ খান। অভিনেতার মৃত্যুর খবর তাঁর ছেলে সমীর সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। 'মাদার ইন্ডিয়া' (Mother India) ছবিতে সুনীল দত্তের ছোটবেলার চরিত্রে অভিনয় করা অভিনেতা সাজিদ খান ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 'মাদার ইন্ডিয়া' ছবিতে সুনীল দত্তের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। এছাড়া ‘মায়া’ ও ‘দ্য সিংগিং ফিলিপিনা’ ছবিতেও দেখা গেছে এই অভিনেতাকে। আরও পড়ুন: Salman Khan: 'গ্যালাক্সি'-র বারান্দা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া ভক্তদের ধন্যবাদ জ্ঞাপন সলমানের, দেখুন আবেগঘন মুহূর্তের ভিডিয়ো
গচত ২২ ডিসেম্বর সাজিদ খান মারা যান। তাঁর ছেলে সমীরের মতে, তাঁর বাবা তঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কেরলয় বসবাস করছিলেন। তিনি বলেন, 'আমার বাবাকে রাজকুমার পীতাম্বর রানা এবং সুনিতা পিতাম্বর দত্তক নিয়েছিলেন এবং চলচ্চিত্র নির্মাতা মেহবুব খান তাঁকে বড় করেছেন। তিনি কিছুদিন চলচ্চিত্র জগত থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছিলেন। তিনি প্রায়ই কেরলয় আসতেন এবং এখানে তিনি আবার বিয়ে করেন এবং তারপর সেখানে স্থায়ী হন।
আমরা আপনাকে জানিয়ে রাখি যে সাজিদ খান কেরালার আলাপুঝার কেয়ামকুলাম টাউন জুমা মসজিদে সমাহিত করা হয়েছে। মাদার ইন্ডিয়ার জন্য অস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন অভিনেতা। এছাড়া আমেরিকান টিভি শো 'দ্য বিগ ভ্যালি'-এর একটি পর্বে অতিথি চরিত্রে হাজির হন তিনি। এছাড়া মিউজিক শো 'ইটস হ্যাপেনিং'-এ অতিথি বিচারক হিসেবে দেখা গেছে তাঁকে।
জানা যায়, ফিলিপাইনেও সাজিদ খান খুবই বিখ্যাত নাম। অভিনেতা নোরা আনোরের সাথে 'দ্য সিঙ্গিং ফিলিপিনা', 'মাই ফানি গার্ল' এবং 'দ্য প্রিন্স অ্যান্ড আই'-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়া মার্চেন্ট-আইভরি প্রোডাকশনের 'হিট অ্যান্ড ডাস্ট'-এ তিনি ডাকাত চরিত্রে অভিনয় করেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া সিনেমা জগতে। আরও পড়ুন: Salim Khan On Arbaaz's Wedding: অনুমতির প্রয়োজন নেই, আরবাজের দ্বিতীয় বিয়ের পর জানান বাবা সালিম খান