Urvashi Rautela: ইরানের হিজাব বিরোধী বিক্ষোভের সমর্থনে চুল কাটলেন ঊর্বশী, কটাক্ষ অভিনেত্রীকে

ঊর্বশী প্রথমে নিজের দেশের কোনও ইস্যু নিয়ে মুখ খুলুন বলে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, ভারতের কোনও ইস্যু নিয়ে আপনাকে মুখ খুলতে দেখা যায়নি। অথচ সূদুর ইরানের জন্য কত চিন্তা।

Urvashi Rautela (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ অক্টোবর:  ইরানের (Iran) হিজাব বিরোধী আন্দোলনের (Anti Hijab Protest)  বিরুদ্ধে এবার প্রতিবাদ করলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। ইরানে মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেহরান সহ একাধিক শহর এবং গ্রামে শুরু হয় বিক্ষোভ। মাহশা আমিনির মৃত্যুর পর হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হলে এবার তার সমর্থনে নিজের চুল কাটলেন বলিউড অভিনেত্রী। হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করতে ঊর্বশী যখন নিজের চুল কাটেন, তা নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনজের একাংশ।

ঊর্বশী প্রথমে নিজের দেশের কোনও ইস্যু নিয়ে মুখ খুলুন বলে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, ভারতের কোনও ইস্যু নিয়ে আপনাকে মুখ খুলতে দেখা যায়নি। অথচ সূদুর ইরানের জন্য কত চিন্তা। অনেকে আবার রিষভ পন্থের নাম নিয়ে 'ছোটু ভাইয়া' কোথায় বলে প্রশ্ন করেন ঊর্বশীকে।

 

 

View this post on Instagram

 

সবকিছু মিলিয়ে ইরানের হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করতেই নেট জনতার একাংশ একের পর এক কটাক্ষ শুরু করেন বলিউড অভিনেত্রীকে।