Urfi Javed Video: মোবাইল দিয়ে শরীর ঢাকলেন ঊরফি জাভেদ, ভিডিয়ো নিয়ে জোর চর্চা, দেখুন
ঊরফি কেন প্যান্ট পরলেন, মোবাইলের পাশাপাশি ল্যাপটপ দিয়ে নিজের স্কার্ট তৈরি করলেই পারতেন বলে কেউ কেউ মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, এখন তাও শরীরে উদ্ধাংশে মোবাইলের আবরণ রয়েছে, কিছু সময় পর তাও সরে যাবে।
মুম্বই, ১৮ নভেম্বর: এবার মোবাইল দিয়ে স্তন ঢাকলেন ঊরফি জাভেদ (Urfi Javed)। অন্তর্বাস ছাড়া মোবাইল দিয়ে নিজের পোশাক তৈরি করে ফেললেন এই বহুল চর্চিত মডেল, অভিনেত্রী। গাঢ় নীল রঙের প্যান্ট এবং ব্লেজারের সঙ্গে মোবাইল দিয়ে উদ্ধাংশ ঢাকেন ঊরফি। ঊরফির ওই ছবি দেখে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। ঊরফি কেন প্যান্ট পরলেন, মোবাইলের পাশাপাশি ল্যাপটপ দিয়ে নিজের স্কার্ট তৈরি করলেই পারতেন বলে কেউ কেউ মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, এখন তাও শরীরে উদ্ধাংশে মোবাইলের আবরণ রয়েছে, কিছু সময় পর তাও সরে যাবে। কেউ আবার ঊরফিকে 'ভারত থেকে বের করে দিন' বলে মন্তব্য করেন। সবকিছু মিলিয়ে পোশাক নিয়ে প্রত্যেকবারের মত এবারও চর্চায় ঊরফি জাভেদ।
যদও ঊরফিকে নিয়েই যতই কটাক্ষ বা সমালোচনা হোক না কেন, তিনি যে কোনও কিছুকেই গুরুত্ব দেন না, তা বার বার স্পষ্ট করেন অভিনেত্রী। দেখুন ঊরফির নয়া অবতার...
View this post on Instagram