Uorfi Javed: গরাদের পিছনে উরফি, এটাই দেখতে চেয়েছিল দেশবাসী?

Uorfi Javed (Photo Credits: Instagram)

বিতর্কের আর এক নাম যেন উরফি জাভেদ (Uorfi Javed) হয়ে উঠেছে। সংবাদমাধ্যমের শিরোনামে অভিনেত্রী নিজের জায়গা অটুট রেখেছেন। সম্প্রতি চর্চায় এসেছিল দুবাইয়ে পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল উরফিকে দুবাইয়ে পুলিশি জেরার খবর ভুয়ো, সত্যি জানালেন উরফি জাভেদ। ‘খোলামেলা’ পোশাক পরার জেরেই নাকি দুবাই পুলিশ আটক করেছিলেন উরফিকে। কিন্তু সেই খবর যে ভুয়ো সে কথা নিজেই পরিষ্কার করে জানিয়ে দেন তিনি।

সেই প্রসঙ্গে টেনেই উরফি সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে গারদের পিছনে রয়েছেন উরফি। পরনে সাদা রঙের অন্তর্বাস। যদিও এই ভিডিয়ো নিখকই সাজানো। তবে এই ভিডিয়োর মধ্যে দিয়ে উরফি বুঝিয়ে দিতে চেয়েছেন, দেশবাসী তাকে যতই ঘৃণা করুক, তাচ্ছিল্য করুক তাকে নিয়ে তিনি নিজের মতে নিজের স্বছন্দেই চলবেন। এতো সহজে তাঁকে জেলে ঢোকানো সম্ভব নয়। সমলিঙ্গ বিয়ের বিরোধিতা করার বিজেপি সাংসদের এক হাত নিলেন উরফি

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

এই মুহূর্তে দুবাইয়ে (Uorfi Javed in Dubai) রয়েছেন বিগ বস (Bigg Boss) খ্যাত তারকা উরফি জাভেদ। আসন্ন প্রোজেক্টের শুটিং করছেন সেখানে। দুবাইয়ে যাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে এই পুলিশি চর্চা শুরু হয়েছে। যদিও সেই সব চর্চা নিজেই রুখে দিয়ে ভুয়ো বলেই জানান উরফি।



@endif