Uorfi Javed: দুবাই ভ্রমণে গিয়ে বিপত্তি, ল্যারিনজাইটিসে আক্রান্ত উরফি, জানুন কী এই রোগ
সম্প্রতি ছুটি কাটাতে দুবাই (Dubai) গিয়েছিলেন টেলিভিশন তারকা উরফি জাভেদ (Uorfi Javed)। কিন্তু ছুটি কাটাতে গিয়ে বিপত্তি বাধালেন তারকা। ল্যারিনজাইটিসে (Laryngitis) আক্রান্ত হয়েছেন উরফি। দুবাইতেই চিকিৎসা চলছে তাঁর। নিজের অনুগামীদের সঙ্গে তিনি ভাগ করে নিয়েছেন অসুস্থতার খবর। জানিয়েছেন, তাঁর অর্ধেক ছুটি চিকিৎসা করাতে গিয়েই শেষ হয়ে গেল। তারকার অসুস্থতার খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। উরফির দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁরা।
কী এই ল্যারিনজাইটিস রোগ (Laryngitis)?
ল্যারিনজাইটিস রোগীর গলা অর্থাৎ ভোকাল কর্ডে সংক্রমণ ঘটায়। যার জেরে রোগীর ভোকাল কর্ডগুলো ফুলে যায়। কোন কোন ক্ষেত্রে রোগী সাময়িক সময়ের জন্যে কণ্ঠস্বর হারাতে পারেন।
জানুন রোগের লক্ষণ (Laryngitis Symptoms)
গলার এই সংক্রমণকে বেশ কিছু লক্ষণ দেখে চিহ্নিত করা যায়।
কণ্ঠস্বরে কর্কশতা
দুর্বল কণ্ঠস্বর বা কণ্ঠস্বর হ্রাস
গলায় জ্বালা
গলা ব্যথা
শুষ্ক কাশি।
এই সমস্ত লক্ষণগুলো আমরা অনেক ক্ষেত্রেই এড়িয়ে গিয়ে থাকি। কিন্তু উপরিউক্ত লক্ষণগুলো অনুভব করলে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুণ।