Tunishs Sharma Death: গর্ভবতী ছিলেন তুনিশা শর্মা? কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট
মুম্বই, ২৫ ডিসেম্বরঃ হিন্দি টেলিভিশনে দাপিয়ে বেড়িয়েছে ২০ বছরের তুনিশা শর্মা (Tunishs Sharma)। বহু ধারাবাহিকে কাজ করেছে। আর সেই ধারাবাহিকের শুটিং সেটেই জীবন শেষ কররা সিদ্ধান্ত নিয়েছে সে। ধারাবাহিকের শুটিং সেটের সাজঘর থেকে ২৪ তারিখ বিকেলে উদ্ধার হয় তুনিশার ঝুলন্ত মৃত দেহ (Tunishs Sharma Death)। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অভিনেত্রীকে মৃত বলেই জানান।
অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই জল্পনা তৈরি হয় তুনিশা গর্ভবতী ছিলেন। তবে অপেক্ষা ছিল তাঁর ময়নাতদন্তের রিপোর্টের। সেই রিপোর্টই আজ স্পষ্ট করেছে যে, অভিনেত্রী গর্ভবতী ছিলেন না। মৃত্যুর কারণ হিসাবে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধের কথাই উল্লেখ করা হয়েছে। শরীরের কোথায় কোন ক্ষতও পাওয়া যায়নি।
তবে তুনিশার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলেও মৃত্যু ঘিরে তৈরি হওয়া জল্পনা নির্মূল হয়নি। শনিবার, ২৪ ডিসেম্বর বিকেলে তুনিশার প্রাক্তন প্রেমিক শেহজান মহম্মদ খানের সাজঘর থেকেই উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। আর সেখানেই খটকা। আত্মহত্যার জন্যে কেন প্রাক্তন প্রেমিকের শুটিংয়ের সাজঘর বেছে নিয়েছে সে!