Tunisha Sharma: কয়েক কোটির সম্পত্তি ছিল তুনিশার, রেখে গেলেন কার নামে?

Tunisha Sharma (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ ডিসেম্বরঃ শেষ যাত্রায় পা রেখেছেন টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। মঙ্গলবার ২৭ ডিসেম্বর অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মাত্র ১৩ বছর বয়স থেকে টেলিভিশনে কাজ শুরু করেছিলেন তুনিশা। সাফল্য ধরা দিয়েছিল তাঁর হাতের মুঠোয়। একে পর এক কাজের প্রস্তাব এসেছে তাঁর কাছে। টিভি সিরিয়াল, মিউজিক ভিডিয়ো দাপিয়ে বেরিয়েন তরুণ অভিনেত্রী। মাত্র ২০ বছরেই জনপ্রিয়তার অনেকটা চুড়ায় পৌঁছে গিয়েছিলেন। অল্প বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তি বানিয়েছিলেন তুনিশা (Tunisha Sharma Property)। কিন্তু ভোগ করতে পারলেন না।  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর লীনা নাগবংশীর ঝুলন্ত দেহ উদ্ধার

কোটি টাকার সম্পত্তি রেখে পরলোকে পাড়ি দিলেন প্রয়াত অভিনেত্রী। জানা গিয়েছে, তুনিশা শর্মার মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা। যা অভিনেত্রী রেখে গিয়েছেন তাঁর মায়ের নামে।

মঙ্গলবার মুম্বইয়ে তুনিশা শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে (Tunisha Sharma's Last Rites)। টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা পৌঁছে গিয়েছিলেন তরুণ অভিনেত্রীর শেষ যাত্রার সাক্ষী থাকতে। অশ্রুভরা চোখে দেখা মিলেছে প্রয়াত অভিনেত্রীর মায়ের। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) মা এবং বোনও।  বিদায় তুনিশা, শেষ যাত্রায় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শেহজানের মা, দিদি

২৪ ডিসেম্বর ধারাবাহিকের শুটিং সেটের সাজঘর থেকে উদ্ধার হয়েছে তুনিশা শর্মার ঝুলন্ত মৃতদেহ। প্রাক্তন প্রেমিক শেহজানের সাজঘরেই গলায় মরণ ফাঁস দিয়েছিলেন তুনিশা। ধারাবাহিক ‘আলি বাবা’য় একসঙ্গে কাজ করছিলেন দুজনে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর ১৫ দিন আগে তুনিশার সঙ্গে সম্পর্ক ভাঙে শেহজান। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তুনিশা। অন্যদিকে, প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ঠকিয়েছে শেহজান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দিনের পর দিন ব্যবহার করেছে শেহজান। তুনিশা শর্মার মায়ের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যে চার দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে শেহজানকে।



@endif