Tunisha Sharma Death: শ্যুটিং সেটে মাদকের নেশা করতেন শেহজান, বিস্ফোরক দাবি তুনিশার মায়ের

ভনিতা অভিযোগ করেন, শেহজান যেমন শ্যুটিংয়ের সেটে মাদক নিতেন, তেমনি তুনিশার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ফলে শেহজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে তুনিশার ব্যবহারেও পরিবর্তন আসতে শুরু করে। শেহজান তুনিশাকে ইসলাম ধর্ম মানতে বাধ্য করেন বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা।

Tunisha Sharma, Sheezan Khan, Vanita Sharma (Photo Credit: Instagram/ANI/Twitter)

মুম্বই, ৩০ ডিসেম্বর: দাস্তান-ই-কাবুলের সেটে মাদক নিতেন শেহজান খান। প্রাক্তন প্রেমিকের কুকীর্তি সম্পর্কে মাকে সবকিছু জানিয়েছেন তুনিশা শর্মা। সাংবাদিকদের সামনে হাজির হয়ে এবার এমনই দাবি করলেন প্রয়াত অভিনেত্রীর মা ভনিতা শর্ম। ভনিতা অভিযোগ করেন, শেহজান যেমন শ্যুটিংয়ের সেটে মাদক নিতেন, তেমনি তুনিশার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ফলে শেহজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকে তুনিশার ব্যবহারেও পরিবর্তন আসতে শুরু করে। শেহজান তুনিশাকে ইসলাম ধর্ম মানতে বাধ্য করেন বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা।

আরও পড়ুন: Tunisha Sharma Death: 'শেহজানের প্রতারণা ধরে ফেললে, ও তুনিশাকে চড় মারে', বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা

পাশাপাশি ভনিতা শর্মা আরও বলেন, যেদিন তুনিশার মৃত্যু হয়, সেই সকালেও অভিনেত্রী নিজের ইনস্টায় পোস্ট করেন। তারপর আচমকা কী হল, তা তাঁরা জানেন না বলে মন্তব্য করেন ভনিতা শর্মা। প্রসঙ্গত ২৪ ডিসেম্বর দাস্তান-ই-কাবুলের মেকআপ রুমে গলায় ফাঁস দিয়ে তুনিশা শর্মা আত্মহত্যা করেন বলে দবি করা হয় বিভিন্ন মহলের তরফে। তবে তুনিশাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা।

তুনিশা শর্মার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত না পর্যন্ত চুপ করে বসে থাকবেন না বলেও শুক্রবার স্পষ্ট জানান প্রয়াত অভিনেত্রীর মা।



@endif