Tunisha Sharma Death: তুনিশার মৃত্যু ফিরিয়ে দিল আর এক অভিনেত্রীর অকাল প্রয়ানের স্মৃতি

Tunisha Sharma and Neha Mehta (Photo Credits: Instagram)

মুম্বই, ২৭ ডিসেম্বরঃ টেলি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death) আকস্মিক প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। মাত্র ২০ বছর বয়সে মৃত্যুকে জীবনের পরিণতি হিসাবে বেছে নিয়েছেন তুনিশা (Tunisha Sharma)। তরুণ অভিনেত্রীর প্রয়াণে শোকাহত ইন্ডাস্ট্রির মানুষজন। তুনিশা শর্মার মৃত্যু যেন মনে করিয়ে দিচ্ছে প্রত্যুশা ব্যানার্জীর (Pratyusha Banerjee) অকাল প্রয়ানের ঘা। ‘বালিকা বধূ’ (Balika Vadhu) অভিনেত্রী প্রত্যুশা এইভাবেই বিদায় জানিয়েছিলেন তাঁর পরিবার পরিজনদের। ‘তারক মেহতা কা উলটা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah) অভিনেত্রী নেহা মেহতা (Neha Mehta) মনে করিয়ে দিলেন সেই পুরনো ক্ষত। তুনিশার মৃত্যুতে তিনি খুঁজে পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুশা ব্যানার্জীর মৃত্যু দৃশ্য ( Pratyusha Banerjee Death)।

কী বললেন নেহা মেহতা, শুনুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Tellychakkar Official ® (@tellychakkar)

 

২০১৬ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ‘বালিকা বধূ’  অভিনেত্রী প্রত্যুশা ব্যানার্জী (Balika Vadhu Actress Pratyusha Banerjee)। অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত মৃতদেহ। পুলিশি তদন্তে জানা গিয়েছিল, নিজেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন প্রত্যুশা। সেই একই চিত্র তুনিশা শর্মার ক্ষেত্রেও।

শনিবার, ২৪ ডিসেম্বর যখন সবাই ব্যস্ত বড়দিনের তোরজোড় নিয়ে, ঠিক তখনই অভিনেত্রীর পরিবারে নেমে এল কালো মেঘ। বিকেলে ধারাবাহিকের সাজঘর ঠেকে উদ্ধার করা হয় তুনিশার ঝুলন্ত মৃতদেহ। নিজের হাতের ক্রেপ ব্যান্ডেজ দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিলেন তরুণ অভিনেত্রী।



@endif