Tunisha Sharma Death: তুনিশার প্রেমিক শেহজানের গোপণ বান্ধবীর ফোন বাজেয়াপ্ত, তথ্য খুঁজছে পুলিশ

তুনিশা শর্মার মৃত্যুর পর শেহজানের গোপণ বান্ধবীর খোঁজ শুরু করে পুলিশ। শেহজানের গোপণ বান্ধবী নিজের ফোন থেকে সমস্ত চ্যাট ডিলিট দেন বলে খবর। শেহজানের সঙ্গে তাঁর গোপণ বান্ধবীর কী কথা হয়, সে বিষয়ে খোঁজ করতেই পুরনো কথোপকথন খোঁজার চেষ্টা শুরু করেছে মুম্বই পুলিশ।

Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: ANI)

মুম্বই, ৪ জানুয়ারি: তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) গোপণ বান্ধবীর ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। শেহজান খানের গোপণ বান্ধবীর ফোন বাজেয়াপ্ত করে, সেখান থেকে তথ্য উদ্ধারের চেষ্টা শুরু করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত  তুনিশা শর্মার মৃত্যুর পর শেহজানের গোপণ বান্ধবীর খোঁজ শুরু করে পুলিশ। শেহজানের গোপণ বান্ধবী নিজের ফোন থেকে সমস্ত চ্যাট ডিলিট দেন বলে খবর। শেহজানের সঙ্গে তাঁর গোপণ বান্ধবীর কী কথা হয়, সে বিষয়ে খোঁজ করতেই পুরনো কথোপকথন খোঁজার চেষ্টা শুরু করেছে মুম্বই পুলিশ। প্রসঙ্গত তুনিশা শ্রামর মৃত্যুর পর শেহজান খান নিজের ফোন থেকেও বহু চ্যাট ডিলিট করে দেন। যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছ বলে খবর।

আরও পড়ুন: Tunisha Sharma Death: এক মাস চুল কাটতে হবে না তুনিশার প্রাক্তন প্রেমিক শেহজানকে, নির্দেশ আদালতের

গত ২৪ ডিসেম্বর দাস্তান-ই-কাবুলের সেট থেক তুনিশা শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। তুনিশার মৃতদেহ উদ্ধারের পরপরই পুলিশ প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে শেহজান খানকে।



@endif