Tunisha Sharma Death: ‘আমার মেয়েকে ঠকিয়েছে শেহজান, ওর শাস্তি চাই’ বিস্ফোরক প্রয়াত অভিনেত্রীর মা

Tunisha Sharma and Mother (Photo Credits: Twitter)

মুম্বই, ২৬ ডিসেম্বরঃ ২০ বছরেই জীবন শেষ হল টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)। ধারাবাহিকের শুটিং সেটের সাজঘর থেকে উদ্ধার হয়েছে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে মৃত্যুর কথাই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, নিজের হাতের ক্রেপ ব্যান্ডেজ দিয়ে গলায় ফাঁস লাগিয়েছিলেন তুনিশা। তবে অভিনেত্রীর মৃত্যুর পর উঠে এসেছে তাঁর প্রাক্তন প্রেমিকের নাম। সহ অভিনেতা শেহনাজ খানের (Sheezan Khan) সঙ্গে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তুনিশা। সেই সূত্রের প্রেম হয়েছিল তাঁদের। শেহনাজের সাজঘর থেকেই মিলেছিল অভিনেত্রীর মৃতদেহ (Tunisha Sharma Death)। তুনিশার মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা তদন্ত করছে তুলিশ। নিজের হাতের ক্রেপ ব্যান্ডেজ গলায় দিয়ে ঝুলে পড়েছিল তুনিশা, অবাক করা তথ্য

পুলিশি তদন্তের মাঝেই অভিনেত্রীর মা গর্জে উঠলেন। শেহজান তাঁর মেয়েকে ঠকিয়েছে, দাবি তুনিশার মায়ের। শেহজানের কঠিন শাস্তির আর্জিও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিষণ্ণ মুখে কাতর গলায় মেয়ের হত্যাকারীর হিসাবে শেহজানের শাস্তির দাবি করছেন তিনি। ‘শেহজান আমার মেয়েকে ঠকিয়েছে। অন্য সম্পর্কে থাকা সত্ত্বেও আমার মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ওকে ব্যবহার করেছে শেহজান। তারপর তুনিশাকে ছেড়ে দিয়েছে', বিস্ফোরক মন্তব্য তুনিশার মায়ের। মেয়েকে হারিয়ে শূন্যকোলে কাতর মায়ের আর্জি, ‘শেহজানের শাস্তি চাই মাই’।

দেখুন ভিডিয়োঃ

শনিবার বিকেলে শেহজান খানের সাজঘর থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশা শর্মার মৃতদেহ। তরুণ অভিনেত্রীর আকস্মিক মৃত্যু সংবাদে স্তব্ধ ইন্ডাস্ট্রি। দিন কয়েক আগেই হাত মচকে গিয়েছিল তুনিশা। হাতে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়েছিল সে। সেই ক্রেপ ব্যান্ডেজ দিয়েই এদিন ঝুলে পড়েছিলেন তুনিশা। পুলিশি তদন্তে এমনটাই জানা গিয়েছে।



@endif