Tunish Sharma Death: তুনিশার দেহে ছিল অন্য কোন ক্ষতের চিহ্ন? কী বলছেন চিকিৎসক 

Tunisha Sharma (Photo Credits: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বরঃ গতকালই তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সকলকে কাঁদিয়ে অন্তিম যাত্রার পথে রওনা দিয়েছেন তরুণ অভিনেত্রী (Tunisha Sharma Last Rites)। তুনিশার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ডাক্তার জানালেন ময়নাতদন্তের রিপোর্টের কথা। কয়েক কোটির সম্পত্তি ছিল তুনিশার, রেখে গেলেন কার নামে?

২৪ ডিসেম্বর অভিনেত্রীকে নিয়ে তাঁর সহকর্মীরা হাসপাতালে পৌঁছান। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুম্বইয়ের এফ অ্যান্ড বি হাসপাতালের চিকিৎসক সুরেন্দ্র পাল জনান, অভিনেত্রীর দেহ যখন তাঁরা পেয়েছিল ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছিল। চিকিৎসকের কথায়, ‘সহকর্মীরা তাঁর দেহ নিয়ে এসেছিলেন। কিন্তু বিকেল ৪ টে ২০ মিনিটে মৃত্যু হয়েছ তুনিশা শর্মার। রাত ৯ টার সময় দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্যে। তিনি আরও বলেন, ‘গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের অন্য কোথায় কোন ক্ষতের দাগ পাওয়া যায়নি। ‘আত্মহত্যার’ পর তুনিশাকে হাসপাতালে নিয়ে যান শেহজান খান, সিসিটিভিতে মিলল ছবি

২৭ ডিসেম্বর মুম্বইয়ের মিরা রোড শ্মশানে তুনিশা শর্মার শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। ২০ বছরের অভিনেত্রীকে শেষবারের মত বিদায় জানাতে পৌঁছে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির বহু তারকা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেমিক শেহজানের মা এবং দিদি।

ধারাবাহিক ‘আলি বাবা’র শুটিং করছিলেন তুনিশা। ২৪ ডিসেম্বর, শনিবার দুপুরে শুটিং সেটের সাজঘর থেকে উদ্ধার হয় তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মৃত দেহ (Tunisha Sharma Death)। শেহজান সহ আরও দুই সহকর্মী মিলে তুনিশাকে নিয়ে আসেন হাসপাতালে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা তুনিশাকে মৃত বলে জানান।

মৃত্যুর ১৫ দিন আগে শেহজানের (Tunisha Sharma Ex Boyfriend Sheezan Khan) সঙ্গে সম্পর্ক ভাঙে তুনিশার। শোক মেনে নিতে না পেরে এমন একটি কঠিন পদক্ষেপ নিয়েছেন তরুণ অভিনেত্রী। যদিও তাঁর মায়ের অভিযোগ, শেহজান ঠকিয়েছে তাঁর মেয়েকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ব্যবহার করেছে তুনিশাকে। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শেহজানকে।

 



@endif