TMKOC's Jennifer Mistry Accuses Asit Kumarr Modi: তারক মেহতা কা উলটা চশমার প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, শো ছাড়লেন মিসেস রোশন সোডি
জেনিফার মিস্ত্রি বনসিওয়াল, তারকা মেহেতা কা উলটা চশমার প্রযোজক অসিত কুমার মোদী, প্রজেক্ট হেড সোহেল রামানি এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
মুম্বই, ১১ মে: মিসেস রোশন সোডির চরিত্রে অভিনয় করেছেন গত ১৫ বছর ধরে। ১৫ বছর পর এবার তারক মেহেতা কা উলটা চশমার (TMKOC) মিসেস রোশন সোডির চরিত্র থেকে বিদায় নিলেন অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল ( Jennifer Mistry Bansiwal)। তারক মেহেতা কা উলটা চশমার প্রযোজক অসিত কুমার মোদীর (Asit Kumarr Modi) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব জেনিফার এবার শো ছড়ালেন বলে খবর। ইটি টাইমসের রিপোর্ট অনুযায়ী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল, তারকা মেহেতা কা উলটা চশমার প্রযোজক অসিত কুমার মোদী, প্রজেক্ট হেড সোহেল রামানি এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত ২ মাস আগে তারক মেহেতা কা উলটা চশমার শেষ শ্যুট করেন জেনিফার। গত ৭ মার্চ শেষবারের মত তাঁকে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে বলে খবর। এরপরই শোয়ের প্রধান তিন জনের বিরুদ্ধে অভিযোগে সরব হন জেনিফার বনসিওয়াল।
জেনিফার অভিযোগ করেন, গত ৭ মার্চ হোলি ছিল। ওইদিন তাঁর বিবাহবার্ষিকীও ছিল। ফলে মেয়ের সঙ্গে ওই দিন কাটাতে উৎসাহী জেনিফার অর্ধ দিবস ছুটি নিয়ে বাড়ি ফিরবেন বলে জানান আগেই। এরপর জেনিফার যখন গাড়ি নিয়ে সেট থেকে বের হতে যান, সেই সময় রামানি এবং বাজাজ তাঁর রাস্তা আটকান। ওই সময়ই তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন জেনিফার।
এরপর জেনিফার কাজ না করলে,তাঁর পারিশ্রমিকও আটটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে খবর। যা নিয়ে চর্চা শুরু হলে, শেষে ১৫ বছর পর তারক মেহেততা কা উলটা চশমা ছাড়েন এই অভিনেত্রী।