Jodha Akbar Actor's Leg Amputated: পা কাটা গেল ‘যোধা আকবর’ খ্যাত এই অভিনেতার

মহামারী করোনার প্রকোপে সকলেই বিপর্যস্ত৷ সর্বশেষ পাওয়া খবর বলছে ‘যোধা আকবর’ খ্যাত অভিনেতা লোকেন্দ্র সিং রাজাওয়াতের (Lokendra Singh Rajawat) পা কাটা গেল৷

Jodha Akbar Actor's Leg Amputated: পা কাটা গেল ‘যোধা আকবর’ খ্যাত এই অভিনেতার
লোকেন্দ্র সিং রাজাওয়াত (Photo Credits: @Vishalverma111)

মহামারী করোনার প্রকোপে সকলেই বিপর্যস্ত৷ সর্বশেষ পাওয়া খবর বলছে ‘যোধা আকবর’ খ্যাত অভিনেতা লোকেন্দ্র সিং রাজাওয়াতের (Lokendra Singh Rajawat) পা কাটা গেল৷ মুম্বইয়ের ভক্তি বেদান্ত হাসপাতালে অভিনেতার অস্ত্রোপচার হয়েছে৷ ETimes TV –কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “ডান পায়ের পাতায় ভুট্টা দানার সাইজে একটা ফুসকুড়ি হয়েছিল৷ বিষয়টিকে তখন তেমন কোনও গুরুত্ব দিইনি৷ কিছুদিনের মধ্যে এটি সংক্রমণ শুরু করে শরীরের অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে৷ এবং তড়িৎ গতিতে সারা শরীরে ছড়াতে শুরু করে সংক্রমণ৷ গ্যাংগ্রিন হয়ে যায়৷ নিজেকে বাঁচাতে হাঁটুর নিচে থেকে পা বাদ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না৷”