Swara Bhasker Wedding: রিসেপশনে পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গায় সাজলেন স্বরা ভাস্কর, ধন্যবাদ অভিনেত্রীর
পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গার সঙ্গে নাকের অলঙ্কার এবং টিকলিতে সাজেন বলিউড অভিনেত্রী। স্বরার এই রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। স্বরা ভাস্করের পাশাপাশি তাঁর স্বামী ফাহাদ আহমেদকে পরতে দেখা যায় সোনালি রঙের পাঞ্জাবি।
দিল্লি, ২১ মার্চ: বিয়ের পর দিল্লি (Delhi) এবং মুম্বইতে (Mumbai) বসে স্বরা ভাস্করের রিসেপশন (Swara Bhasker)। রিসেপশনে পাকিস্তানি (Pakistani) ডিজাইনারের লেহেঙ্গা পরলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সীমান্ত পার করে লেহেঙ্গা পাঠানোর জন্য পাকিস্তানি ডিজাইনারকে ধন্যবাদ জানান স্বরা ভাস্কর। পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গার সঙ্গে নাকের অলঙ্কার এবং টিকলিতে সাজেন বলিউড (Bollywood) অভিনেত্রী। স্বরার এই রূপে মুগ্ধ তাঁর অনুরাগীরা। স্বরা ভাস্করের পাশাপাশি তাঁর স্বামী ফাহাদ আহমেদকে পরতে দেখা যায় সোনালি রঙের পাঞ্জাবি।
আরও পড়ুন: Swara Bhasker Video: শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেঁদে ফেললেন স্বরা ভাস্কর, ভিডিয়ো ভাইরাল
সম্প্রতি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা ভাস্কর। বিয়ের পর স্বরা-ফাহাদের রিসেপশনে হাজির হন রাহুল গান্ধী, শশী থারুর, অরবিন্দ কেজরিওয়ালরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেপশনে হাজির হওয়ার কথা থাকলেও, তিনি উপস্থিত হতে পারেননি। তবে নতুন জীবনের জন্য স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।