Swara Bhasker-Fahad Ahmad Wedding: ধর্মীয় প্রথায় আপত্তি, সামাজিক বিয়ে সারলেন স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ ফাহাদ আহমেদ যখন প্রতিবাদ শুরু করেন দিল্লিতে, সেই সময় স্বরা ভাস্করের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়ান স্বরা-ফাহাদ।

Swara Bhasker, Fahad Ahmad Wedding (Photo Credit: Twitter/Instagram)

দিল্লি, ১৪ মার্চ: আইনি বিয়ের পর এবার সাতপাকে বাঁধা পড়লেন স্বরা ভাস্কর (Swara Bhasker), ফাহাদ আহমেদ (Fahad Ahmad)। মেহেন্দি, সঙ্গীতের পর তেলুগু বধূরূপে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। স্বরা ভাস্কর মেহেন্দির অনুষ্ঠানে কমলা রঙের সালওয়ার কামিজে সাজেন। অন্যদিকে সঙ্গীতের অনুষ্ঠানে সবুজ রঙের লেহেঙ্গায় সাজেন অভিনেত্রী। সঙ্গীত, মেহেন্দিতে কমলা, সুবজ বাছলেও, বিয়েতে লাল রঙের বেনারসিতে  সাজেন স্বরা ভাস্কর। লাল রঙের বেনারসি পর তেলুগু বধূরূপে ফাহাদ আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন বলিউড অভিনেত্রী। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের বিয়ের পর তাঁদের ভালবাসা জানান অসংখ্য মানুষ।

আরও পড়ুন: Sadhvi Prachi On Swara Bhaskar: 'শ্রদ্ধার মত পরিণতি হতে পারে স্বরার', ফাহাদকে বিয়ে করায় অভিনেত্রীকে 'সতর্কতা' সাধ্বী প্রাচীর

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ ফাহাদ আহমেদ যখন প্রতিবাদ শুরু করেন দিল্লিতে, সেই সময় স্বরা ভাস্করের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়ান স্বরা-ফাহাদ।

বিয়ের অনুষ্ঠানে ১ লক্ষের বেনারসিতে সাজেন স্বরা...

গত মাসে ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর...



@endif