Lalit Modi - Sushmita Sen: সুস্মিতার সঙ্গে ললিতের সম্পর্ক, মুখ খুললেন নায়িকার প্রাক্তন রোহমান
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রোহমান শল বলেন, ওঁদের খুশি থাকতে দিন। সুস্মিতার নতুন সম্পর্কে তিনি খুশি বলে মন্তব্য করেন রোহমান। শুধু তাই নয়, সুস্মিতা সেন যখন কাউকে পছন্দ করেছেন, তখন তাঁর মধ্যে অবশ্যই গুন দেখে তবেই নায়িকা তাঁকে আপন করেছেন বলেও মন্তব্য করতে শোনা যায় রোহমানকে।
মুম্বই, ১৫ জুলাই: সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে ললিত মোদীর (Lalit Modi) সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদী জীবনের নতুন অধ্যায়ের সূচনা করছেন বলে যে ট্যুইট করেন, তা প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায়। সুস্মিতার বাবা সুবীর সেন থেকে ভাই রাজীব সেন, কেউ এ বিষয়ে খোলসা করে কিছু জানাননি। সুস্মিতার সঙ্গে ললিত মোদীর সম্পর্কের কথা তাঁরাও জানেন না বলে মন্তব্য করেন সুবীর সেন এবং রাজীব সেন। সুস্মিতার নয়া সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নায়িকার প্রাক্তন রোহমান শল।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রোহমান শল বলেন, ওঁদের খুশি থাকতে দিন। সুস্মিতার নতুন সম্পর্কে তিনি খুশি বলে মন্তব্য করেন রোহমান। শুধু তাই নয়, সুস্মিতা সেন যখন কাউকে পছন্দ করেছেন, তখন তাঁর মধ্যে অবশ্যই গুন দেখে তবেই নায়িকা তাঁকে আপন করেছেন বলেও মন্তব্য করতে শোনা যায় রোহমানকে।
আরও পড়ুন: Lalit Modi - Sushmita Sen: 'আমার এসএমএসের জবাব দাও', সুস্মিতাকে ট্যুইট ললিতের, মশকরা নেটিজেনদের
প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বর মাসে রোহমানের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও রোহমান এবং সুস্মিতা ভাল বন্ধু বলে দাবি করেন দুজনেই।