Sushant Singh Rajput: ভাই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পুরনো চ্যাট প্রকাশ্যে আনলেন দিদি শ্বেতা সিং কীর্তি
ভাইয়ের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দিদি শ্বেতা সিং কির্তী (Shweta Singh Kirti)। বারবার ফিরে দেখছেন ভাই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে করা পুরনো চ্যাট। ২২ মে ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা। ক্যাপশনে শ্বেতা লিখেছিলেন, "তুমি আমাদের ভীষণ ভালবাসতে।"
ভাইয়ের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি দিদি শ্বেতা সিং কির্তী (Shweta Singh Kirti)। বারবার ফিরে দেখছেন ভাই সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে করা পুরনো চ্যাট। ২২ মে ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা। ক্যাপশনে শ্বেতা লিখেছিলেন, "তুমি আমাদের ভীষণ ভালবাসতে।"
সুশান্তের দিদি শ্বেতা রান্নাঘরের কাজ করছিলেন। সেই একটি ভিডিও-ই সুশান্তকে পাঠিয়েছিলেন শ্বেতা। যার উত্তরে ভাই সুশান্ত লিখেছিলেন, 'ভীষণ সুন্দর একটি পরিবার। বিশাল এবং কিউটিকে অনেক ভালবাসা।' শুধু এটাই নয়। দিদি সমস্ত কিছুই শেয়ার করতেন ভাইয়ের সঙ্গে। আরও বেশ কিছু চ্যাটেই মিলছে তার প্রমাণ। স্পষ্ট দিদি-ভাইয়ের ভালবাসাও।
১৪ জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয়েছে সুশান্তের মৃতদেহ। বিহার সরকারের সুপারিশে কেন্দ্রের অনুমতিতে সুশান্তের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে সিবিআই তদন্ত।