Dil Bechara's Trailer To Release: সুশান্ত সিং রাজপুতের ছবি 'দিল বেচারা'র ট্রেলার মুক্তি পাচ্ছে ৬ জুলাই, প্রত্যাশায় ডুব দিয়েছেন সহ-অভিনেত্রী সঞ্জনা

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনা সঙ্ঘি'র ছবি 'দিল বেচারা' মুক্তির পাওয়ার পথে। গত মাসের ১৪ জুন প্রয়াত হন ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু এখনও ভুলতে পারেনি দেশবাসী। পাশাপাশি সিবিআই তদন্তের জন্য সরব নেটিজেনরা। তাঁর স্মরণে এই ছবিটির দ্রুত মুক্তির আবেদন জানাচ্ছিলেন তাঁর অনুগামীরা। করোনা মহামারীতে লকডাউনের কারণে বন্ধ দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। তাই দেরি না করে ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তির কথা ভাবা হয়। আগামী ৬ জুলাই ২০২০ অর্থাৎ আগামীকাল ছবির ট্রেলারটি মুক্তি পাবে।

দিল বেচারা (Photo Credits: Instagram/SanjanaSanghi)

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এবং সঞ্জনা সঙ্ঘি'র (Sanjana Sanghi) ছবি 'দিল বেচারা' (Dil Bechara) মুক্তির পাওয়ার পথে। গত মাসের ১৪ জুন প্রয়াত হন ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু এখনও ভুলতে পারেনি দেশবাসী। পাশাপাশি সিবিআই তদন্তের জন্য সরব নেটিজেনরা। তাঁর স্মরণে এই ছবিটির দ্রুত মুক্তির আবেদন জানাচ্ছিলেন তাঁর অনুগামীরা। করোনা মহামারীতে লকডাউনের কারণে বন্ধ দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। তাই দেরি না করে ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তির কথা ভাবা হয়। আগামী ৬ জুলাই ২০২০ অর্থাৎ আগামীকাল ছবির ট্রেলারটি মুক্তি পাবে।

ছবির ট্রলার মুক্তির কথা ঘোষণা করার পাশাপাশি অভিনেত্রী সঞ্জনা ইনস্টাগ্রামে লেখেন,"ম্যানিকে ছাড়া কিজি অপূর্ণ। এই ছবিটা আমার খুব কাছের, স্বপ্নের মত। আগামীকাল ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে। আপনারা সবাই সঙ্গে থাকবেন।" আরও পড়ুন, সুযোগ পেয়েও আমির খানের 'লাগান' ও শাহরুখ খানের 'অশোকা'-তে কাজ করেননি সব্যসাচী চক্রবর্তী !

 

View this post on Instagram

 

Kizie is just so incomplete without Manny. This, is one of my favourite shots, so surreal and dreamlike✨The #DilBechara trailer will be out tomorrow. You all? Just stay tuned! 🙏 #SushantSinghRajput @castingchhabra #SaifAliKhan @arrahman @shashankkhaitan @swastikamukherjee13 @sahilvaid24 @saswatachatterjeeofficial @suprotimsengupta @amitabhbhattacharyaofficial @foxstarhindi @disneyplushotstarvip @sonymusicindia @mukeshchhabracc

A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96) on

 

'দিল বেচারা' ছবিটি ২০১২ মুক্তিপ্রাপ্ত 'দ্য ফল্ট ইন আওয়ার ফল্টস'-র অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। হলিউড এই ছবিতে অভিনয় করেছিলেন শেলিন উডলি ও অ্যান্সল এলগর্ট। বলিউড ছবিটি পরিচালনা করেন মুকেশ ছাবড়া। সুশান্ত ও সঞ্জনা ছাড়া ছবিতে রয়েছেন সইফ আলি খান, মিলিন্দ গুনাজি, জাভেদ জাফরী ও অন্যান্য। এই ছবিটি হটস্টার সাবস্ক্রাইবারদের পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেননি তারাও দেখতে পাবেন। শুধু অ্যাপটি ডাউনলোড করতে হবে। ২৪ জুলাই ২০২০ তে ছবিটি মুক্তি পাবে। ছবি মুক্তির আগে সুশান্তের মৃত্যুর খবরে শোকবিহ্বল সহ-অভিনেত্রী শহর ছেড়ে দিল্লিতে গেছেন। সেখান থেকেই ছবি মুক্তির অপেক্ষা করছেন। সুশান্তকে প্রতিনিয়ত মনে করছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now