Sushant Singh Rajput: মৃত্যুদিনে চোখে জল নিয়ে সুশান্তকে স্মরণ অসংখ্য অনুরাগীর, প্রকাশ্যে একের পর এক ভিডিয়ো
২০২০ সালে মুম্বইয়ের ব্যান্দ্রায় অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। বলিউড অভিনেতার মৃত্যু কেন হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। ফলে সুশান্তের মৃত্যুর তদন্ত চাই বলে এখনও তাঁর অসংখ্য অনুরাগী দাবি জানান বিভিন্ন সময়ে।
মুম্বই, ১৪ জুন: সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর পর ২ বছর অতিক্রান্ত। ২ বছর পরও যেন অসংখ্য অনুরাগীর কাছে উজ্জ্বল সুশান্তের উপস্থিতি। সুশান্তকে যেন কেউ এখনও পর্যন্ত ভুলতে পারেননি। তাই তো মৃত্যুদিনেও ট্য়ুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে সুশান্তের নাম। মৃত্যুদিনে তাই চোখের জলে সুশান্তকে স্মরণ করতে শুরু করেছেন তাঁর প্রিয় মানুষ এবং অসংখ্য অনুরাগী। দেখুন সুশান্তের মৃত্যুদিনে কীভাবে তাঁকে স্মরণ করছেন অনুরাগীরা...
সুশান্তের হাসির সঙ্গে জড়িয়ে তাঁর অসংখ্য অনুরাগীর ভালবাসা...
সুশান্তের মৃত্যুদিনকে অনেকে কালো অধ্যায় বলেও বর্ণনা করতে শুরু করেছেন...
আরও পড়ুন: Siddhant Kapoor: শক্তি-পুত্র সিদ্ধান্ত কাপুরকে নিয়ে কী জানাল পুলিশ
২০২০ সালে মুম্বইয়ের ব্যান্দ্রায় অ্যাপার্টমেন্টে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। বলিউড অভিনেতার মৃত্যু কেন হল, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। ফলে সুশান্তের মৃত্যুর তদন্ত চাই বলে এখনও তাঁর অসংখ্য অনুরাগী দাবি জানান বিভিন্ন সময়ে। তাই তো, মৃত্যুদিনে সুশান্তকে স্মরণ করছেন তাঁর কাছের মানুষরা।