Sunny Deol Bungalow E-Auction: স্বস্তি! সানি দেওলের বাংলো নিলাম স্থগিত, প্রশ্নের মুখে ব্যাঙ্কের সিদ্ধান্ত
বলি অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওলের বাংলো নিলামের ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই বিজ্ঞপ্তি বাতিল করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। 'প্রযুক্তিগত সমস্যা'র কারণে আপাতত অভিনেতার জুহু মুম্বইয়ের বাংলোর ই-নিলামের (Sunny Deol Bungalow E-Auction) প্রক্রিয়া স্থগিত করল ব্যাঙ্ক। সোমবার সেই ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিনেতার বাংলো নিলামের সিদ্ধান্ত বাতিলে রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধী দলগুলো। টুইট করে ব্যাঙ্কের প্রযুক্তিগত সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)।
তিনি লিখেছেন, 'গতকাল দুপুরেই জানা যায় ব্যাঙ্ক অফ বরোদার বিজেপি সাংসদ সানি দেওলের জুহুর বাসভবনটি ই-নিলামের সিদ্ধান্ত নিয়েছে। কারণ তিনি ব্যাঙ্ক থেকে নেওয়া ৫৬ কোটি টাকা ঋণ শোধ করতে পারেননি'। ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই ব্যাঙ্কের তরফে 'প্রযুক্তিগত সমস্যা'র কারণ দেখিয়ে নিলামের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ব্যাঙ্কের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস সাধারণ সম্পাদকের প্রশ্ন, 'আশ্চর্য হচ্ছি। জানতে ইচ্ছা করছে কে এই 'প্রযুক্তিগত সমস্যা' তৈরি করল?'
গতকালই সানি দেওলের জুহুর ওই সম্পত্তি নিলামের (Sunny Deol's villa in Juhu, Mumbai) জন্যে বিজ্ঞাপন দিয়েছিল ব্যাঙ্ক ও বরোদা (Bank of Baroda)। ব্যাঙ্ক থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol)। বদলে নিজের জুহু মুম্বইয়ের একটি বাংলো, যার নাম সানি ভিলা (Sunny Villa), তা মরগেজ রেখেছিলেন তিনি। কিন্তু ঋণের টাকা এখনও শোধ করতে পারেননি সানি। তাই ঋণ সহ সুদের টাকা আদায় করতে অভিনেতার মরগেজ রাখা বাংলোটি নিলামের ব্যবস্থা করেছিল ব্যাঙ্ক। কিন্তু এক রাতের মধ্যে ব্যাঙ্কের নিমান স্থগিত রাখার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে।