Sunny Deol: 'গদর টু'-এর দেদার সাফল্যের পর বাবা ধর্মেন্দ্রকে নিয়ে আমেরিকায় উড়ে গেলেন সানি দেওল
আগামী ২০ দিন আমেরিকায় থাকবেন বাবা, ছেলে। আগামী ১৫ দিন ধরে আমেরিকায় বছর ৮৭-র ধর্মেন্দ্রর চিকিৎসা চলবে বলে জানা যাচ্ছে। তবে বর্ষীয়ান অভিনেতাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হলেও, তাঁর স্বাস্থ্য নিয়ে তেমন ভাবনার কিছু নেই বলেই জানা যাচ্ছে।
মুম্বই, ১১ সেপ্টেম্বর: চিকিৎসার জন্য ধর্মেন্দ্রকে মার্কিন মুলুকে নিয়ে গেলেন সানি দেওল। গদর টু-এর দেদার সাফল্যের পর এবার বাবাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে গেলেন সানি। এমনই খবর মিলছে সংবাদমাধ্যম সূত্রে। আগামী ২০ দিন আমেরিকায় থাকবেন বাবা, ছেলে। আগামী ১৫ দিন ধরে আমেরিকায় বছর ৮৭-র ধর্মেন্দ্রর চিকিৎসা চলবে বলে জানা যাচ্ছে। তবে বর্ষীয়ান অভিনেতাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হলেও, তাঁর স্বাস্থ্য নিয়ে তেমন ভাবনার কিছু নেই বলেই জানা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পায় সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত গদর টু। গদর টু-এর ধামাকাদার সাফল্যের পরপরই বাবাকে নিয়ে মার্কিন মুলুকে উড়ে যান বলিউড অভিনেতা।
এদিকে সানি-পুত্র করণ দেওলের বিয়েতে ধর্মেন্দ্র হাজির হলেও, দেখা মেলেনি হেমা মালিনীর। হেমার পাশাপাশি এষা দেওলদেরও দেখা যায়নি করণের বিয়েতে। যা নিয়ে জোর সমালোচনা শুরু হলে, গদর টু-এর সাকসেস পার্টিতে সানি দেওল এবং ববি দেওলের পাশে একসঙ্গে দেখা যায় এষাকে।