Hera Pheri 3: ফিরছে হেরা ফেরি থ্রি? বিমানবন্দরে একসঙ্গে অক্ষয়-সুনীল-পরেশের আবির্ভাব উসকে দিল জল্পনা

সম্প্রতি মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালকে। উচ্ছ্বসিত পাপারাৎজি ত্রয়ী তারকাকে দেখে রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া বলে চিৎকার করেন। এরপরেই সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তিন তারকার বিমানবন্দরের ছবি শেয়ার করেন সুনীল।

Suniel Shetty, Akshay Kumar and Paresh Rawal (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ নভেম্বরঃ অবশেষে ফিরতে চলেছে হেরা ফেরি থ্রি (Hera Pheri 3)। অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Suniel Shetty), পরেশ রাওয়াল (Paresh Rawal) তিন তারকার দুর্দান্ত রসায়নে 'হেরা ফেরি' ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজের আসার খবর কানাঘুষো অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে ছবিতে রাজু, শ্যাম এবং বাবু ভাইয়ার চরিত্রে অক্ষয়, সুনীল ও পরেশকেই দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে হেরা ফেরি থ্রি এবং আইকনিক তিন চরিত্রে অক্ষয়, সুনীল ও পরেশেই সিলমোহর দিলেন খোদ 'শ্যাম'।

সম্প্রতি মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়ালকে। সুরাটের উদ্দেশ্যে যাত্রা করার আগে তিন তারকা পাপারাৎজির জন্যে পোজ দেন। উচ্ছ্বসিত পাপারাৎজি ত্রয়ী তারকাকে দেখে রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া বলে চিৎকার করেন। এরপরেই সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তিন তারকার বিমানবন্দরের ছবি শেয়ার করেন সুনীল। যদিও ক্যাপশনে তিনি লেখেন, 'ধুম ধাড়াকা অর্কেস্ট্রা ফিরে এসেছে। কিন্তু এইবার হেরা ফেরি নিয়ে নয়, শুধু কুডো অ্যাকশন নিয়ে। অক্ষয় কুমারের ১৬'তম কুডো আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে'।

ফিরছে কি হেরা ফেরি থ্রি? 

 

View this post on Instagram

 

A post shared by Suniel Shetty (@suniel.shetty)

 

যদিও অভিনেতার (Suniel Shetty) এই বার্তা সদার্থক ভাবেই গ্রহণ করেছে ভক্তমহল। দর্শকদের হেরা ফেরি থ্রি-য়ের (Hera Pheri 3) আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন তিন তারকার একসঙ্গে হঠাৎ এমন আবির্ভাব।



@endif