Kangana Ranaut: হিন্দু ধর্মের 'উপহাস' আলিয়ার বিজ্ঞাপনে, তোপ কঙ্গনার
আলিয়া ভাট যে বিজ্ঞাপনে অভিনয় করেন, সেখানে মেয়েরা অন্য কারও সম্পদ। কন্যাদান, কন্যাধনের মতো বেশ কিছু শব্দ ব্য়বহার করা হয়েছে। পাশাপাশি মেয়েরা কেন অন্যর সম্পদ হবে বলেও ওই বিজ্ঞাপনে প্রশ্ন তোলা হয়।
মুম্বই, ২১ সেপ্টেম্বর: আলিয়া ভাটের কন্যাদানের ভিডিয়ো নিয়ে তোপ দাগলেন কঙ্গনা রানাউত। একটি সংস্থার বিজ্ঞাপনে আলিয়ার হাত ধরে হিন্দু ধর্মের রীতি, নীতি যেভাবে উঠে এসেছে, তা 'অবমাননাকর'। হিন্দু (Hindu) ধর্মকে 'উপহাস' করা হয়েছে বলেও কটাক্ষ করেন কঙ্গনা। যা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সংশ্লিষ্ট সংস্থা এবং আলিয়া ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
দেখুন কী লিখলেন বলিউড কুইন...
View this post on Instagram
যদিও আলিয়া ভাট এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। সংশ্লিষ্ট সংস্থার তরফেও মুকে কুলুপ আঁটা হয়েছে।
দেখুন আলিয়ার সেই বিজ্ঞাপন...
আলিয়া ভাট (Alia Bhatt) যে বিজ্ঞাপনে অভিনয় করেন, সেখানে মেয়েরা অন্য কারও সম্পদ। কন্যাদান, কন্যাধনের মতো বেশ কিছু শব্দ ব্য়বহার করা হয়েছে। পাশাপাশি মেয়েরা কেন অন্যর সম্পদ হবে বলেও ওই বিজ্ঞাপনে প্রশ্ন তোলা হয়। কন্যাদানের পরিবর্তে এবার থেকে কন্যাকে মানসম্মান দেওয়া হোক বলে কন্যামান বলে শেষে একটি শব্দ যোগ করা হয়েছে।
আরও পড়ুন: Shilpa Shetty: ঝড়ের পর রামধনুর দেখা, রাজের জামিনের পর স্বস্তি শিল্পার
কঙ্গনা বলেন, কন্যাদানের অর্থ, কন্যাকে বিক্রি করে দেওয়া নয়। বাবা, মায়ের অনুমতি নিয়েই বিয়ের সময় মেয়েদের গোত্রান্তর হয়। তাই হিন্দু ধর্ম নিয়ে এভাবে 'উপহাস' করা উচিত নয় বলেও জোরদার সমালোচনা করেন কঙ্গনা রানাউত।