Sooraj Pancholi at Siddhivinayak Temple: ১০ বছর পর জিয়া খান মামলা থেকে মুক্তি, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো সূরজের
জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থেকে বেকসুর প্রমাণিত হয়েছেন সূরজ। অভিযোগমুক্ত হতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা।
মুম্বই, ২৯ এপ্রিলঃ ১০ বছর আগে জিয়া খান (Jiah Khan) আত্মহত্যায় প্ররোচনার মামলা থেকে অবশেষ মুক্তি পেয়েছেন অভিনেতা সূরজ পাঞ্চোলি ( Sooraj Pancholi)। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় সূরজকে নির্দোষ ঘোষণা করেছে। জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার (Jiah Khan suicide Case Verdict) অভিযোগ থেকে বেকসুর প্রমাণিত হয়েছেন সূরজ। অভিযোগমুক্ত হতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা ( Sooraj Pancholi at Siddhivinayak Temple)। শনিবার মুম্বইয়ের (Mumbai) জাগ্রত সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিতে পৌঁছান তিনি।
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন সূরজ...
শুরু তাই নয়, সিবিআইয়ের কাছ থেকে আত্মহত্যা প্ররোচনা মামলায় বেকসুর ঘোষণার পরেই মুম্বইয়ে পাঞ্চোলি ভবনের বাইরে পাপারাৎজিদের মিষ্টিমুখ করিয়েছে অভিনেতার টিম। ১০ বছর ধরে চলতে থাকা মামলায় অবশেষ নিস্তার।
মিডিয়াকে মিষ্টিমুখ...
২০১৩ সালের ৩ জুন জুহু মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) দেহ। অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রেমিক সূরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। যদিও সেই মামলায় জামিনে মুক্তি পান অভিনেতা। এরপর ২০১৪ সালে জিয়া খানের আত্মহত্যা মামলা (Jiah Khan Suicide Case) তদন্তের দায়ভার এসে পড়ে সিবিআইয়ের (CBI) উপর। অভিনেত্রীর মৃত্যুর ১০ বছর পর ২৮ এপ্রিল, শুক্রবার সুরোজকে নির্দোষ ঘোষণা করেছে সিবিআই।