Sonu Sood Gets Sand Art Tribute: স্যান্ড আর্টে 'মসীহা' সোনু সুদকে সম্মান জানালেন অনুরাগীরা (দেখুন ছবি)

করোনায় বিপর্যস্ত গোটা দুনিয়া। কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিক। লকডাউনের পরে কাজ হারিয়েছে শত সহস্র পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে পেটের টান পাশাপাশি অর্থ কষ্টের সম্মুখীন হয় তারা। নিজের রাজ্যে ফেরার পরিবহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা দেয় তারা। তাদের ফেরাতে অবশেষে নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। কিন্তু তা নিয়েও শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে মসীহা রূপে মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের পশে এসে দাঁড়ান অভিনেতা সোনু সুদ।

সোনু সুদ (Photo Credits: Twitter)

করোনায় বিপর্যস্ত গোটা দুনিয়া। কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিক। লকডাউনের পরে কাজ হারিয়েছে শত সহস্র শ্রমিক। ভিন রাজ্যে পেটের টান পাশাপাশি অর্থ কষ্টের সম্মুখীন হয় তারা। নিজের রাজ্যে ফেরার পরিবহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা দেয় তারা। তাদের ফেরাতে অবশেষে নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। কিন্তু তা নিয়েও শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে 'মসীহা' রূপে মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়ান অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

মুম্বইয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করেন তিনি। দায়িত্ব নিয়ে শত শত শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। COVID-19 সঙ্কটের মধ্যে অভিনেতা যে দুর্দান্ত কাজ করছেন তাকে সম্মান জানিয়ে এক অনুরাগী স্যান্ড আর্ট তৈরি করে, তাতে লেখা 'স্যালুট রিয়েল হিরো'। এছাড়াও, সম্প্রতি প্রখ্যাত কার্টুনিস্ট, সতীশ আচার্য্যও বলিউড অভিনেতা সোনু সুদের ছবি স্কেচ করেন। যেখানে সোনু পরিযায়ী শ্রমিকদের কাঁধে তুলে এগিয়ে যাচ্ছেন। আরও পড়ুন, ইনস্টা পোস্টে বাবা বীরু দেবগনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত অজয় দেবগন, দেখুন ভিডিও

শুধু তাই নয়, সোনুর জন্য সম্মান দেখিয়েছেন সেলিব্রিটি শেফ বিকাশ খান্নাও। তিনি সোনু সুদের জন্মস্থান মোগা থেকে অনুপ্রাণিত হয়ে একটি রেসিপির নাম রাখেন 'মোগা'। প্রকৃতপক্ষে, কাজে বাহবা জুটছে কত শত। তবে তিনি এই সঙ্কটের কেবল অভিবাসী শ্রমিকদের জন্যই সুপার হিরো পরিণত হয়েছেন তাই না, পঞ্জাবে রাজ্য জুড়ে  ১৫০০ পিপিই কিট দান করেছেন এবং তার মুম্বই মোটেলটি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য উপলব্ধ করেছেন। সাবাস। পাশে থাকুন!