Sonam Kapoor Is Pregnant: সোনম কাপুর অন্তঃসত্ত্বা, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নায়িকা

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনম যে ছবি শেয়ার করেন সেখানে জানান, নতুন অতিথির আগমণের খবরে তাঁরা উচ্ছ্বসিত। এমনকী, তাঁদের আর তর সইছে না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

Sonam Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ মার্চ:  অন্তঃসত্ত্বা সোনম কাপুর? প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউড (Bollywood)  অভিনেত্রী? এবার এমনই একটি ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে আনন্দ আহুজার সঙ্গে ছবি শেয়ার করেন অনিল-কন্যা। ওই ছবি থেকেই স্পষ্ট সোনমের বেবি বাম্প। যা দেখে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। দেখুন সোনম কাপুরের ছবি...

 

 

View this post on Instagram

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সোনম (Sonam Kapoor) যে ছবি শেয়ার করেন সেখানে জানান, নতুন অতিথির আগমণের খবরে তাঁরা উচ্ছ্বসিত। এমনকী, তাঁদের আর তর সইছে না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

আরও পড়ুন:  Karisma Kapoor And Kareena Kapoor Khan: মালদ্বীপে করিশ্মা-করিনা, ছবি দেখে আপ্লুত নেটিজেনরা

সম্প্রতি রিয়া কাপুর (Rhea Kapoor) এবং অনিল বোলানির বিয়ের সময় থেকেই সোনম অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়।যদিও সোনম সেই খবরের সত্যতা স্বীকার করেননি। অনিল কাপুরের পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার সুখবর দিলেন সোনম কাপুর।



@endif