Singham Again: দিওয়ালির উপহার কি হতে পারল সিংহম এগেন? বক্স অফিসে সফল নাকি ব্যর্থ রোহিতের কপ ইউনিভার্স?

পুরদস্তুর বাণিজ্যিক ছবির মধ্যে রোহিত দিয়েছেন ভরপুর পুরাণের ছোঁয়া। রাম, সীতা, লক্ষণ, হনুমান, জটায়ু, অহল্যা সব শেষে রাবণ, অভিনব কায়দায় ফুটে উঠেছে সব চরিত্রই। এক কথায় 'লারজার দ্যান লাইফ' একটি ছবি।

Singham Again (Photo Credits: X)

মুম্বই, ১ নভেম্বরঃ পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অপেক্ষাতেই যেন দিন গুনছিলেন বলিউড চলচ্চিত্রপ্রেমিরা। একাধারে অ্যাকশন, রোমান্স, থ্রিল, কমেডি, ড্রামা-র অভূতপূর্ব মিশেল। কিছুটা পাঁচ-মেশালি চচ্চড়ির মত আর কি। তবে কোনটাই কোনটার গায়ের উপরে উঠে যায় না। শতকরা বুঝে সব ঘরানার মিশ্রণ ঘটান পরিচালন রোহিত শেট্টি (Rohit Shetty)। ২০১১ সালে মুক্তি পেয়েছিল রোহিতের পুলিশ ব্রহ্মাণ্ডের 'সিংহম' (Singham)। এরপর ২০১৪ সালে মুক্তি পায় সিংহম রিটার্নস (Singham Returns)। দশ বছর পর এল সিংহ এগেন। শুক্রবার ১ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। যদিও রোহিত তাঁর কপ ইউনিভার্সের অংশ হিসাবে 'সিম্বা' এবং 'সূর্যবংশী'র সঙ্গেও দর্শকদের পরিচয় করিয়েছেন। তারকাখচিত 'সিংহম এগেন'এর (Singham Again) মধ্যে দিয়ে পরিচালক তাঁর মস্ত পুলিশ ব্রহ্মাণ্ডকে একসঙ্গে পর্দায় হাজির করেছেন।

পুরদস্তুর বাণিজ্যিক ছবির মধ্যে রোহিত দিয়েছেন ভরপুর পুরাণের ছোঁয়া। রাম, সীতা, লক্ষণ, হনুমান, জটায়ু, অহল্যা সব শেষে রাবণ, অভিনব কায়দায় ফুটে উঠেছে সব চরিত্রই। এক কথায় 'লারজার দ্যান লাইফ' একটি ছবি। বাজিরাও সিংহম রূপে আরও একবার অনবদ্য অজয় দেবগণ (Ajay Devgn)। আরও রয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), টাইগার শ্রফ (Tiger Shroff), অর্জুন কাপুর (Arjun Kapoor)। এই ছবির আরও এক মূল রসদ খলনায়ক রাবণ অবতারে অর্জুন কাপুরের হিংস্র অভিনয়। তবে রোহিত শেট্টির কপ ইউনিভার্স বক্স অফিসে কেমন ফল করল? ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কেমন প্রতিক্রিয়া নেটিজেনের? আছড়ে পড়ল নাকি মাথা তুলে দাঁড়াল বক্স অফিসে?

বক্স অফিসে সফল নাকি ব্যর্থ সিংহম এগেন?