Singham Again: সিংহম এগেনের মুক্তির দিনে গণপতির আশীর্বাদ নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে 'রাবণরূপী' অর্জুন

রাবণরূপী অর্জুনের এমন হিংস্র চাহারা আগে কখনও দেখেনি তাঁর অনুরাগীরা। ছবির সাফল্য কামনায় তাই ছবির মুক্তির সকালেই গণপতির আশীর্বাদ নিতে অর্জুন পৌঁছে গেলেন মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে।

Arjun Kapoor visits Siddhivinayak Temple (Photo Credits: Instagram)

মুম্বই, ১ নভেম্বরঃ ছবি মুক্তির সকাল সকাল সিদ্ধিবিনায়কের (Siddhivinayak Temple) দর্শন নিতে গেলেন অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। শুক্রবার ১ নভেম্বর মুক্তি পেয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পরবর্তী সিরিজ সিংহম এগেন। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর। রাবণরূপী অর্জুনের এমন হিংস্র চাহারা আগে কখনও দেখেনি তাঁর অনুরাগীরা। ছবির সাফল্য কামনায় তাই ছবির মুক্তির সকালেই গণপতির আশীর্বাদ নিতে অর্জুন পৌঁছে গেলেন মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে।

অভিনেতাকে দেখে পাপারাৎজি ছবি তুলতে ছুটে আসতেই অর্জুন হাসি মুখে তাঁদের বললেন, গণপতির দর্শন সেরে এসে তিনি ছবির জন্যে দাঁড়াবেন। এদিন অর্জুনের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি এবং সাদা প্যান্ট। গাড়ি থেকে নেমে জুতো খুলে খালি পায়ে মন্দিরে চত্বরে প্রবেশ করেন অভিনেতা।

সিদ্ধিবিনায়কের দর্শন নিতে অর্জুন কাপুর... 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অজয় দেবগণ (Ajay Devgn), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), টাইগার শ্রফ (Tiger Shroff), অর্জুন কাপুর (Arjun Kapoor) তারকাখচিত চলচ্চিত্র মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ সারা পাচ্ছে। রোহত শেট্টির কপ ইউনিভার্সে এবার নয়া সংযোজন ঘটেছে চুলবুল পাণ্ডে রূপে সলমন খানের (Salman Khan)। একেবারে শেষ দৃশ্যে ভাইজানের আবির্ভাব। যার মধ্যে দিয়ে পরিচালক রোহিত তাঁর কপ ইউনিভার্সের পরবর্তী সিরিজের ঘোষণাও করে দিয়েছেন।