Sonu Nigam Tests Positive For Covid-19: করোনাভাইরাসে আক্রান্ত হলেন সংগীত শিল্পী সোনু নিগম
করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন সংগীত শিল্পী সোনু নিগম (Sonu Nigam), তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে। ইনস্টাগ্রাম ভিডিওতে সোনু জানিয়েছেন যে তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন। একটি শোয়ের শুটিংয়ের জন্য ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল। কোভিড আক্রান্ত হওয়াতে তিনি সেখানে যাচ্ছেন না। কারণ তিনি কোয়ারান্টিনে রয়েছেন।
দুবাই, ৫ জানুয়ারি: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন সংগীত শিল্পী সোনু নিগম (Sonu Nigam), তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে। ইনস্টাগ্রাম ভিডিওতে সোনু জানিয়েছেন যে তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন। একটি শোয়ের শুটিংয়ের জন্য ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল। কোভিড আক্রান্ত হওয়াতে তিনি সেখানে যাচ্ছেন না। কারণ তিনি কোয়ারান্টিনে রয়েছেন।
সোনু আরও জানিয়েছেন যে তিনি তিনবার টেস্ট করান। তিনবারই পজিটিভ আসে। সংগীত শিল্পী লেখেন, "আমি দুবাইতে আছি। আমাকে পারফর্ম এবং সুপার সিঙ্গার সিজন ৩-র শুটিং করতে ভুবনেশ্বরে আসতে হতো। আমি মনে করি মানুষকে করোনাকে নিয়েই বেঁচে থাকতে হবে।" আরও পড়ুন: Srijato Bandyopadhyay: করোনায় আক্রান্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
ভিডিওতে তিনি যোগ করেছেন, "আমার গলা ঠিক আছে। কিন্তু, আমার কারণে যারা ক্ষতির সম্মুখীন, তাদের জন্য আমার খারাপ লাগছে। করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রেক্ষাগৃহের সঙ্গে যুক্ত মানুষ এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্যও খারাপ লাগছে। কারণ, গত দু'বছর ধরে কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে।"