Sidharth Shukla Is 2021’s Most Searched Male Celeb: ইয়াহু-র বিচারে ২০২১ এর জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল, অভিনেত্রী করিনা কাপুর খান

২০২১-এর রিভিউ প্রকাশ করেছে ওয়েব সিরিজ ইয়াহু। তার রিপোর্টে দেখা যাচ্ছে চলতি বছরে ইন্টারনেটে সবথেকে বেশি যাঁকে খুঁডতে নেটিজেনরা ব্যস্ত ছিলেন তিনি প্রায়ত বিগবস বিজেতা তথা টেলিতারকা সিদ্ধার্থ শুক্ল।

Sidharth Shukla, Kareena Kapoor Khan's Yahoo's Most Searched Celebs of 2021 (Photo Credit: Instagram)

২০২১-এর রিভিউ প্রকাশ করেছে ওয়েব সিরিজ ইয়াহু। তার রিপোর্টে দেখা যাচ্ছে চলতি বছরে ইন্টারনেটে সবথেকে বেশি যাঁকে খুঁডতে নেটিজেনরা ব্যস্ত ছিলেন তিনি প্রায়ত বিগবস বিজেতা তথা টেলিতারকা সিদ্ধার্থ শুক্ল। গত ২ সেপ্টেম্বর হৃদোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের জীবনাবসান ঘটে। শুক্লর পরেই রয়েচে বলিউডের ভাইজান সলমন খান। যিনি আবার বিগবস রিয়্যালিটি শোয়ের হোস্ট। বলাবাহুল্য, জীবৎকালেই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল বিখ্যাত হয়েছিলেন। সলমন খানের একেবারে পিছনেই রয়েছেন তেলগু অভিনেতা অল্লু অর্জুন। তাঁর পিছনে প্রয়াত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। আরও একজন অকাল প্রায়ত অভিনেতা। এর পরেই রয়েছে চলতি বছরে প্রয়াত নবতীপর অভিনেতা দিলীপ কুমার। ২০২১-এ সবথেকে বেশি নেটিজেনদের সার্চের সামনে এসেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। আরও পড়ুন-Omricon: মহারাষ্ট্রে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, করোনার নয়া প্রজাতিতে সংক্রমিত আরও ২

মূলত করিনার দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়া। তাঁর ছোট ছেলে জেহ-র জন্ম প্রেগন্যান্সি টাইম সবই একটা সময় আলোচ্য চিল। তাই তিনিও বছরের একটা বিরাট অংশ জুড়ে নেটিজেনদের নজরে ছিলেন। বড় ছেলে তৈমুর, যে আগেই নেটিজেনদের ফ্যানবয়। তার সঙ্গে ছোট ছেলে জেহ-র ছবি ইনস্টাগ্রামে দিতে শুরু করেন করিনা। আর অনুরাগীরাও তাঁর প্রোফাইলে বুঁদ হয়ে থাকে। এখন যেমন ইন্টারনেটে ঝড় তুলছেন আসন্ন বিয়ের পিঁড়িতে বসতে চলা ক্যাটরিনা কাঈফ। আগামী বৃহস্পতিবার ভিকি কৌশলের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন।  এই যুগলে এখন শিরোনাম অধিকার করে আছেন।  এর পরে পরেই প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাদুকোন রয়েছেন।

তবে বড় খবর তৈরির কৃতিত্ব যাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের ঝুলিতে। শিরোনাম হয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন এই তারকা তনয়। একটি  ক্রুজের পার্টিতে এনসিবি তাঁকে মাদক রাখার অপরাধে গ্রেপ্তার করেছিল। চলতি বছরের নভেম্বরে।