Sidharth Malhotra-Kiara Advani: কিয়ারাকে বাহুডোরে আগলে সিদ্ধার্থ,কপালে এঁকে দিলেন আদুরে চুম্বন, যুগলের প্রেমে মশগুল ভক্তকুল

নববধূ কিয়ারাকে হালকা গোলাপি রঙের নকশা করা ল্যাহেঙ্গায় সাজিয়ে তুলেছিলেন মনিষ। সেই সঙ্গে ছিল নজরকারা গয়না। হিরে এবং পান্নার এমন গয়না আগে কোন তারকাকেই পরতে দেখা যায়নি।

Sidharth Malhotra-Kiara Advani (Photo Credits: Instagram)

মুম্বই, ১৯ ফেব্রুয়ারিঃ কিয়ারাকে (Kiara Advani) বাহুডোরে আগলে সিদ্ধার্থ (Sidharth Malhotra)। কপালে একে দিলেন আদুরে চুম্বন। যুগলের প্রেমে মশগুল তামাম ভক্তকুল। সিদ্ধার্থ এবং কিয়ারার (Sidharth Malhotra-Kiara Advani Wedding) বিয়ে থেকে রিসেপশন সব কিছুতেই ছিল এক অভিজাত্যের ছোঁয়া। নববধূর গলার জড়োয়ার পান্না এবং হিরের নেকপিস যেন তাক লাগিয়ে দিয়েছে তারকা থেকে ভক্তকুল সকলকেই। রাজস্থানের রাজকীয় বিয়ের পোশাক থেকে শুরু করে মুম্বইয়ের তারকা খচিত গ্র্যান্ড রিসেপশন পার্টি সবেতেই নবদম্পতির পরনে ছিল বলিউডের খ্যাতনামা পোশাক শিল্পী মনিষ মালহোত্রার (Manish Malhotra) ছোঁয়া।

আরও পড়ুনঃ রণবীরের সামনেই তাঁর গানে নাচলেন চিত্র সাংবাদিক, দেখুন ভাইরাল দৃশ্য

মুম্বইয়ে সিড-কিয়ার গ্র্যান্ড রিসেপশনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Manish Malhotra (@manishmalhotra05)

৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্যালেসে রাজকীয় বিয়ে সেরেছেন সিদ্ধার্থ এবং কিরারা (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। বর কনের পরিবার এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই এক হয়েছিল সিড কিয়ারার চার হাত। নববধূ কিয়ারাকে হালকা গোলাপি রঙের নকশা করা ল্যাহেঙ্গায় সাজিয়ে তুলেছিলেন মনিষ। সেই সঙ্গে ছিল নজরকারা গয়না। হিরে এবং পান্নার এমন গয়না আগে কোন তারকাকেই পরতে দেখা যায়নি।

সিড-কিয়ারার রাজস্থানে রাজকীয় বিয়েঃ 

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

বিয়ের ঠিক দুদিন পরেই নবদম্পতি মুম্বইয়ে আয়োজন করেছিলেন তাঁদের গ্র্যান্ড রিসেপশন পার্টির। চাঁদের হাটের সমারোহে সেজে উঠেছিল সিড কিয়ারার জমজমাট রিসেপশন (Sidharth Malhotra-Kiara Advani Reception Party)। এদিনও কিয়ারার গলায় জ্বলজ্বল করছিল হিরে এবং পান্না। চোখ ধাঁধানো এমন নেকপিস অবাক করে দিয়েছে উপস্থিত অতিথিদের। গায়ে হলুদ থেকে বিয়ে এবং রিসেপশন সকল  অনুষ্ঠানেই নায়িকা সেজে উঠেছিলেন মনিষ মালহত্রার কাছেই। দুই বড় অনুষ্ঠানের জন্যে কিয়ারা বেছে নিয়েছিলেন পান্না খচিত হিরের নেকপিস। নিজের গয়না দিয়েই কিয়ারা অনায়ানে টেক্কা দিয়েছেন বলিউডের নামীদামী তারকাদের বিয়ের সাজকে। এক কথায় মনিষ মালহোত্রার নকশায় অনবদ্য সিড কিয়ারার (Sidharth Malhotra-Kiara Advani) বিশেষ দিনের সাজ।



@endif