Nawazuddin Siddiqui: কর্মীদের মারধর করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি? অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি ভাইয়ের

এই প্রথম নয়, নওয়াজ যখন নিজের কর্মীদের গায়ে হাত তোলেন। এর আগেও তিনি একবার কর্মীদের মারধর করেন বলে অডিয়ো ক্লিপে দাবি করা হয়। শামাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে অডিয়ো ক্লিপ ট্য়ুইট করে, বলিউড অভিনেতার বিরুদ্ধে তোপ দাগেন।

Nawazuddin Siddiqui (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ মার্চ: এবার ফের নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui ) বিরুদ্ধে তোপ দাগলেন তাঁর ভাই শামাস।  নওয়াজ নিজের বাড়ির কর্মীদের মারধর করছেন বলে অভিযোগ করেন শামাস।  পাশাপাশি এই প্রথম নয়, নওয়াজ যখন নিজের কর্মীদের গায়ে হাত তোলেন।  এর আগেও তিনি একবার কর্মীদের মারধর করেন বলে অডিয়ো ক্লিপে দাবি করা হয়।  শামাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে অডিয়ো ক্লিপ ট্য়ুইট করে, বলিউড অভিনেতার বিরুদ্ধে তোপ দাগেন।  'হোলির উপহার' বলে শামাস দাদার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন।

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: প্রচুর টাকা চান প্রাক্তন স্ত্রী আলিয়া, শেষে মুখ খুলে বিস্ফোরক নওয়াজউদ্দিন

প্রসঙ্গত এই প্রথমবার নয়, এর আগেও সম্প্রতি নওয়াজের বিরুদ্ধে তেড়ে ওঠেন তাঁর ভাই শামাস।  বাড়ির লোকের সঙ্গে তিনি যাতে কোনও ধরনের সম্পর্ক রখতে না পারেন, সে বিষয়ে নওয়াজ উঠেপড়ে তৈরি হন বলে দাবি করেন শামাস।  এমনকী, তাঁর কনিষ্ঠ সন্তানের সঙ্গে সিদ্দিকি পরিবারের কেউ যোগাযোগ রাখেননি, দেখতে আসেননি এবং তা নওয়াজের উদ্যোগেই।  এমন অবিযোগও করতে শোনা যায় শামাসকে।