Farhan Akhtar And Shibani Dandekar: ভালবাসার চাদর জড়িয়ে বিয়ে সারেন ফারহান আখতার, শিবানী দান্ডেকর, দেখুন

জাভেদ আখতার এবং শাবানা আজমির লোখন্ডওয়ালার বাগান বাড়িতে বসে ফারহান এবং শিবানীর বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে বিয়ের আসর। যেখানে ফারহান, শিবানীর খুব কাছের বন্ধুরা হাজির হন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন হৃতিক রোশন।

Farhan Akhtar, Shibani Dandekar (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি:  সবে সবে বিয়ে সেরেছেন ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানী দান্ডেকর। জাভেদ আখতার (Javed Akhtar) এবং শাবানা আজমির লোখন্ডওয়ালার বাগান বাড়িতে বসে ফারহান এবং শিবানীর বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে বিয়ের আসর। যেখানে ফারহান, শিবানীর (Shibani Dandekar) খুব কাছের বন্ধুরা হাজির হন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন হৃতিক রোশন। ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর লোখন্ডওয়ালার বাগান বাড়িতে বিয়ে সারলেও, তাঁরা ছবি প্রকাশ্যে আনেননি। বিয়ের কয়েকদিন পর এবার অনুষ্ঠানের একের পর এক ছবি প্রকাশ্যে আনলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। দেখুন...

 

 

View this post on Instagram

 

ফারহান আখতারও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করেন। দেখুন...

 

 

View this post on Instagram

 

প্রথমে স্থির ছিল মহারাষ্ট্রিয়ান রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। পরে তাঁরা নিজেদের সিদ্ধান্ত পালটে ফেলেন। ফলে বিয়ের আসরে সারা জীবন একে অপরের সঙ্গে কীভাবে থাকবেন, সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একে অপরকে আপন করে নেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। প্রসঙ্গত বিয়ের পর নিজের পদবীর সঙ্গে ফারহানের আখতার যোগ করেন শিবানী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমেই নতুন পদবী প্রকাশ্যে আনেন শিবানী দান্ডেকর আখতার।