Priyanka Chopra: জন্মদিনে নয়, দীপাবলি বাজি পুড়লে শ্বাসকষ্ট হয় প্রিয়াঙ্কার, কটাক্ষ নায়িকাকে

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের সময়ও তাঁকে বাজি পোড়ানোর বিষয় নিয়ে কটাক্ষ করা হয়। উমেদ ভবনে যখন নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর বসে, সেই সময় পরপর বাজি ফাটতে শুরু করে।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ জুলাই: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) যখন জন্মদিন পালন করেন, তখন বাজি পুড়লে তাঁর শ্বাসকষ্ট হয় না। তাঁর কুকুরও ভয় পায় না। এভাবেই প্রিয়াঙ্কা চোপড়াকে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হলে, সে বিষয়ে পালটা কটাক্ষ করেন শার্লিন চোপড়া। শার্লিন চোপড়া (Sherlyn Chopra)  প্রিয়াঙ্কাকে কার্যত অশ্লীল ভাষায় আক্রমণ করেন তাঁর জন্মদিনের ছবিতে ট্যাগ করে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে ফের এক দফা আলোচনা শুরু হয়ে যায়। দেখুন...

প্রসঙ্গত প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের সময়ও তাঁকে বাজি পোড়ানোর বিষয় নিয়ে কটাক্ষ করা হয়। উমেদ ভবনে যখন নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর বসে, সেই সময় পরপর বাজি ফাটতে শুরু করে। বিয়ের সময় প্রিয়াঙ্কা এবং নিকের (Nick Jonas) বাড়ির লোকজন পরপর বাজি পোড়ালেও তাঁর কুকুর ভয় পায় না বলে কটাক্ষ করা হয়।

আরও পড়ুন:  Hooch Tragedy In West Bengal: হাওড়ার ঘুষুড়িতে বিষমদে মৃত্যু ৭ জনের, অভিযোগ পরিবারের

অথচ দীপাবিলর সময় বাজি পোড়ালে প্রিয়াঙ্কার যেমন শ্বাসকষ্ট হয়, তেমনি তাঁর কুকুরও ভয় পেয়ে যায় বলে করা হয় কটাক্ষ।