Sidharth Shukla Passes Away: ভাঙল 'সিডনাজ' জুটি, সিদ্ধার্থের মৃত্যুর খবরে অসুস্থ প্রেমিকা শেহনাজ

সন্তোখ সিং জানান, সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি মেয়ে শেহনাজের সঙ্গে কথা বলেন৷ তাঁর মেয়ের মনের অবস্থা ভাল নেই বলে জানান সন্তোখ৷

SidNaz (Photo Credit: SidNaz/Instagram)

মুম্বই, ২ সেপ্টেম্বর:  ভাল নেই শেহনাজ (Shehnaaz Gill )৷ সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ বৃহস্পতিবার সকালে ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর খবর পেয়ে শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান শেহনাজ৷ এরপর থেকেই জল্পনা শুরু হয়৷

স্পটবয়ের খবর অনুযায়ী, শেহনাজের বাবা সন্তোখ সিংকে (Santokh Singh )  বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি কথা বলার মতো অবস্থায় নেই বলে জানান৷ পাশাপাশি সন্তোখ সিং আরও জানান, সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি মেয়ে শেহনাজের সঙ্গে কথা বলেন৷ তাঁর মেয়ের মনের অবস্থা ভাল নেই বলে জানান সন্তোখ৷ শেহনাজ যাতে সুস্থ থাকেন, তাঁকে দেখভাল করে তাঁর ছেলে শেহবাজ মুম্বইতে রওনা দিয়েছেন৷ তিনি পরে মেয়ের কাছে যাবেন বলে জানান সন্তোখ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর 'ড্যাডির' উল্লেখ, নুসরতের পোস্ট ঘিরে জল্পনা

বিগ বস ১৩-র (Big Boss) ঘর থেকেই শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) সখ্যতা বাড়তে শুরু করে৷ শোনা যায়, দুজনে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ সিদ্ধার্থ-শেহনাজকে বিভিন্ন জায়গায় একসঙ্গেও দেখা যায়৷ দর্শকরা ভালবেসে সিদ্ধার্থ, শেহনাজকে 'সিডনাজ' জুটি বলেও সম্মোধন করতে শুরু করেন৷ সিদ্ধার্থ শুুক্লর মৃত্যুর খবরে একেবারে ভেঙে পড়েছেন শেহনাজ গিল৷