Shamshera: প্রকাশ্যে 'শামসেরার' টিজার, রণবীর কাপুরের লুক ভয় ধরাচ্ছে, চমক সঞ্জয় দত্তের
দীর্ঘদিন ধরে সমাজের উচ্চ শ্রেণির মানুষের চাপে পড়ে কীভাবে আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষ শোষিত হচ্ছিলেন, নীপিড়ন সহ্য করছিলেন, তা তুলে ধরা হয়েছে শামসেরার টিজারে। রণবীর কাপুরের পাশাপাশি শামসেরার টিজারে দেখা মিলেছে সঞ্জয় দত্তের।
মুম্বই, ২২ জুন: প্রকাশ্যে এল শামসেরার (Shamshera) টিজার। যেখানে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরা হয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) ওরফে শামসেরাকে। দীর্ঘদিন ধরে সমাজের উচ্চ শ্রেণির মানুষের চাপে পড়ে কীভাবে আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষ শোষিত হচ্ছিলেন, নীপিড়ন সহ্য করছিলেন, তা তুলে ধরা হয়েছে শামসেরার টিজারে। রণবীর কাপুরের পাশাপাশি শামসেরার টিজারে দেখা মিলেছে সঞ্জয় দত্তের (Sanjay Dutt)। যশরাজ ফিল্মসের প্রযোজনায় শামসেরার টিজার প্রকাশ্যে আসতেই যে তা দর্শকদের মন কেড়ে নিয়েছে, তা কার্যত স্পষ্ট। দেখুন...
সম্প্রতি মুক্তি পায় ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলার। যেখানে রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনাদের দেখা যায়। ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যায়।
আরও পড়ুন: Raksha Bandhan Trailer: ৪ বোনের চাপে জর্জরিত অসহায় দাদা, দেখুন অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধনের' ট্রেলার
এবার ব্রক্ষ্মাস্ত্রের পর শামসেমার টিজার প্রকাশ্যে আসায়, রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ অসংখ্য অনুরাগী। এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন বাণী কাপুর।