Shah Rukh Khan Video: প্রার্থনা মক্কার উমরাহতে, শাহরুখ খানের নয়া রূপে আপ্লুত অনুরাগীরা, দেখুন

শাহরুখ খানের ফ্যান পেজের তরফে ছবি শেয়ার করা হয়। যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। সাদা পোশাকে শাহরুখ যখন উমরাহতে যান, অভিনতার সেই অবতার দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।

Shah Rukh Khan (Photo Credit: Twitter)

মক্কা, ২ ডিসেম্বর:  'ডুনকির' (Dunki) শ্যুটিং শেষ করেছেন শাহরুখ খান। সৌদি আরবে ডুনকির শ্যুট শেষ করে এবার মক্কার উমরাহতে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।  বৃহস্পতিবার রাতে ডুনকির শ্য়ুট শেষ করে মক্কায় (Mecca) যান শাহরুখ। সেখানেই দেখা যায় বলিউডের কিং খানকে। শাহরুখ খানের ফ্যান পেজের তরফে ছবি শেয়ার করা হয়।  যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। সাদা পোশাকে শাহরুখ যখন উমরাহতে যান, অভিনতার সেই অবতার দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।  দেখুন...

আরও পড়ুন: Shah Rukh Khan In Pathaan: 'শার্টলেস' অবতারে শাহরুখ খান, ভাইরাল কিং খানের 'পাঠানের' নয়া লুক

মুখে মাস্ক এঁটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহরুখ খানকে...

 

বুধবার শাহরুখ খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনি জানান, এবার সৌদি আরবে ডুনকির শ্যুট তাঁর শেষ হয়েছে। পাশাপাশি সৌদিতে ডুনকির শ্যুট করে তিনি যে যারপরনাই খুশি, তা কার্যত স্পষ্ট করে দেন শাহরুখ খান।  এরপরই কেন্দ্রের সৌদি সরকারকে যেমন ধন্যবাদ জানান শাহরুখ, তেমনি ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রককেও ধন্যবাদ জানান অভিনেতা।

 



@endif