Shah Rukh Khan Death Threat: শাহরুখ খানকে খুনের হুমকি, গ্রেফতার ফোন চুরি যাওয়ার দাবি জানানো সেই যুবক
ফয়জানের নম্বর থেকে হুমকি ফোন আসায় জিজ্ঞসাবাদের জন্যে তাঁকে তলব করেছিল বান্দ্রা পুলিশ। চলতি সপ্তাহতেই তাঁর বান্দ্রা থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে পেরিয়ে যায় অথচ হাজিরা দেননি তিনি।
Shah Rukh Khan Death Threat: বলিউড অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে এবার গ্রেফতার করল মুম্বই পুলিশ। ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুর (Raipur) থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেতাকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি মুক্তিপণ হিসাবে ৫০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগও রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
২ নভেম্বর ছিল অভিনেতার জন্মদিন (Shah Rukh Khan Birthday)। ঠিক তার আগেই খুনের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসে। বান্দ্রা থানায় একটি উড়ো ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তি বলিউড বাদশাকে সরাসরি খুনের হুমকি দেন। প্রাণ বাঁচাতে চাইলে মুক্তিপণ হিসাবে ৫০ লক্ষ টাকাও দাবি করে অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে ছত্তিশগড়ের রায়পুর নিবাসী ফয়জান খানের হদিস পায় পুলিশ। তবে পেশায় আইনজীবী ফয়জান পুলিশকে জানায়, ২ নভেম্বর তাঁর ফোন খোয়া গিয়েছিল। এই বিষয়ে তিনি থানায় অভিযোগও লিখিয়েছিলেন। তাই এই কাজ তিনি করতে পারেন না। ঘটনার প্রায় ১০ দিনের মাথায় সেই ফয়জানকেই গ্রেফতার করল বান্দ্রা পুলিশ।
ফয়জানের নম্বর থেকে হুমকি ফোন আসায় জিজ্ঞসাবাদের জন্যে তাঁকে তলব করেছিল বান্দ্রা পুলিশ। চলতি সপ্তাহতেই তাঁর বান্দ্রা থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে পেরিয়ে যায় অথচ হাজিরা দেননি তিনি। এরপরেই ওই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
হুমকি বার্তা পাওয়ার পরেই সতর্ক হন অভিনেতা (SRK)। বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। আর সেই কারণেই প্রতিবছরের এই বার ২ নভেম্বর নিজের জন্মদিনে মন্নতের (Mannat) ছাদে এসে অনুরাগীদের দেখা দেননি শাহরুখ। কড়া নিরাপত্তায় ঘেরা হয়েছিল তাঁর বাড়িটিও।