Shah Rukh Khan: বড় খবর, সলমনের পর এবার শাহরুখ খানকে হুমকি, অভিযোগ দায়ের, চলছে জোর তল্লাশি

সম্প্রতি একের পর এক হুমকি দেওয়া হয় সলমন খানকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে যেমন সলমন খানকে হুমকি দেওয়া হয় কৃষ্ণসার হরিণ শিকার নিয়ে। তেমনি একের পর এক হুমকি আসতে শুরু করে সলমনের নাম করে।

Shah Rukh Khan (Photo Credit: ANI/X)

মুম্বই, ৭ নভেম্বর: এবার শাহরুখ খানকে (Shah Rukh Khan) হুমকি দেওয়া হল। সলমন খানের (Salman Khan) পর শাহরুখ খানকে হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সংবার সংস্থা এএনআই সূত্রে খবর, যে ব্যক্তি বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে মুম্বইয়ের ব্যান্দ্রা পুলিশের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে ওই ব্যক্তি শাহরুখকে হুমকি দেয় এবং কী তার দাবি, সে বিষয়ে পুলিশ জোরদার খোঁজ শুরু করেছে।

আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে ফের হত্যার হুমকি, ২ কোটি টাকা মুক্তিপণ দাবি

সম্প্রতি একের পর এক হুমকি দেওয়া হয় সলমন খানকে। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)  গ্যাংয়ের তরফে যেমন সলমন খানকে হুমকি দেওয়া হয় কৃষ্ণসার হরিণ শিকার নিয়ে। তেমনি একের পর এক হুমকি আসতে শুরু করে সলমনের নাম করে। কোথাও টাকা দাবি করা হয় আবার কোথাও কিছু না দাবি করেই দেওয়া হয় হুমকি। বাবা সিদ্দিকির খুনের পর থেকে সলমনকে হুমকির মাত্রা ক্রমশ বেড়েছে।

এবার সলমনের পর শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয়েছে বলে খবর।



@endif