Nawazuddin Siddiqui: আঠাশের অভনীতকে চুম্বন, কটাক্ষের জেরে মুখ খুললেন নওয়াজ
বর্তমান প্রজন্মের উপরও ফুঁসে ওঠেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ভালবাসার মানে জানে না। তাঁগের ভালবাসা, বিচ্ছেদ, সবকিছু হোয়াটস অ্যাপের মাধ্যমে হয়ে যায় বলে মন্তব্য করেন নওয়াজ।
মুম্বই, ২০ জুন: টিকু ওয়েডস শেরুতে অভিনেত্রী অভনীত কউরকে চুম্বন করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui )। চিত্রনাট্যের প্রয়োজনে পর্দার অভনীতকে চুম্বন করেন নওয়াজ। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেতাকে। ২৮ বছরের অভনীতকে নওয়াজের চুম্বন দেখে অনেকেই তাঁকে জোরদার কটাক্ষ করেন। নওয়াজ বলেন, ভালবাসার কোনও বয়স হয় না। শাহরুখ খানও (Shah Rukh Khan) পর্দায় তাঁর চেয়ে ছোট অভিনেত্রীদের চুম্বন করেন। চিত্রনাট্যের প্রয়োজনে যে প্রত্যেক অভিনেতাই সহঅভিনেত্রীকে চুম্বন করেন, ট্রোলের জবাব দিয়ে তা স্পষ্ট করে দেন নওয়াজ।
এসবের পাশাপাশি বর্তমান প্রজন্মের উপরও ফুঁসে ওঠেন নওয়াজউদ্দিন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ভালবাসার মানে জানে না। তাঁগের ভালবাসা, বিচ্ছেদ, সবকিছু হোয়াটস অ্যাপের মাধ্যমে হয়ে যায়। তাঁদের প্রজন্মে যাঁরা ভালবাসায় থাকেন, তাঁদের কাছে ভালবাসার অর্থ একেবারে অন্যরকম বলে মন্তব্য করেন নওয়াজউদ্দিন।